লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railways: যাত্রীদের সুবিধার্থে এবারে গোটা আগস্ট মাস জুড়ে চলবে কয়েকটি স্পেশাল ট্রেন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railways: ভারতীয় রেলের পক্ষ থেকে সব সময় যাত্রী সুবিধার্থে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। বিভিন্ন স্পেশাল দিনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু স্পেশাল ট্রেন ছাড়া হয়ে থাকে। সূত্রের খবর অনুযায়ী সেরকমই হাওড়া লাইনে এবারে কিছু স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। শ্রাবণ মাস পড়ে গিয়েছে আর এই সময় তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে শ্রাবণী মেলার ভক্ত দলেরা ভিড় করে (Indian Railways)।

তাই নিত্যযাত্রীদেরে যাতে কোন রকম অসুবিধা না হয় এই সময় সেই কথা ভাবনা চিন্তা করেই এই রুটে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া-তারকেশ্বর শাখায় ১২টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও স্পেশাল ইএমইউ ট্রেন চালানো হবে শ্রাবণী মেলা উপলক্ষে। জুলাই মাস এবং আগস্ট মাস পুরো এই স্পেশাল ট্রেনগুলি চলাচল করবে।

সপ্তাহের রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে এই স্পেশাল ইএমইউ ট্রেনগুলি। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ভোর ৪টে ৫ মিনিট এবং দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ তারকেশ্বরের দিকে যাত্রা শুরু করবে এই ট্রেনগুলি। ফিরতি পথে সকাল ১০টা ৫৫ মিনিট এবং রাত ৯টা ১৭ মিনিটে তাকেশ্বর থেকে ছাড়বে সেই ট্রেনগুলি।

শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও স্পেশাল ইএমইউ ট্রেন চালু করা হবে। এই ট্রেন শেওড়াফুলি থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে, ৯টা ২০ মিনিট, বিকেল ৪টে ২০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছাড়বে। ফিরতি রুটে সকাল ৫টা ৫৫ মিনিট, ৮টা ১০ মিনিট, দুপুর ২টো ৫০ মিনিট, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়বে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Jisshu-Nilanjana Sengupta: যিশু-নীলাঞ্জনার ২০ বছরের বিয়ে ভাঙছে? নেপথ্যে তৃতীয় ব্যক্তি

তারকেশ্বরে জলাভিষেকের জন্য অনেকেই শেওড়াফুলি থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে যান। যার কারণে এই সময় ট্রেনগুলোতে ব্যাপক ভিড় হয় ভক্তদের। তাই তাদের এবং নিত্য যাত্রীদের সুবিধার কথাই মাথায় রাখা হচ্ছে। রেল সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ১৭ জুলাই থেকে শুরু হয়েছে এই ট্রেন পরিষেব। এরপর ২১ জুলাই, ২২ জুলাই, ২৮ জুলাই, ২৯ জুলাই, ৪ অগস্ট, ৫ অগস্ট, ১১ অগস্ট, ১২ অগস্ট, ১৫ অগস্ট, ১৮ অগস্ট এবং ১৯ অগস্ট চলবে এই স্পেশাল ইএমইউ ট্রেনগুলি।

আরও পড়ুন: Weather Forecast: নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাতে ভিজবে শহর কলকাতা, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায়

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।