লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

Indian Railways Rule: ভারতীয় রেলের নতুন নিয়ম! এই কাজ করলে টিকিট থাকলেও নামিয়ে দেওয়া হবে ট্রেন থেকে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railways Rule: দেশের সব ধরনের মানুষই যাত্রার জন্য ট্রেনকে বেছে নেন। দ্রুত এবং স্বল্প খরচে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে যায় রেল পরিষেবা। এই বিষয়ে সবাই জানে যে টিকিট না থাকলে ট্রেন হাতড়া বেআইনি। এর জন্য হতে পারে মোটা টাকা ফাইন। কিন্তু এমনকি কখনও শুনেছেন? যেখানে টিকিট থাকলেও নামিয়ে দেওয়া হতে পারে ট্রেন থেকে? জানলে চমকে যাবেন এরকম নিয়মও রয়েছে রেলের।

রেল সফর করতে হলে বেশ কয়েকটি নিয়ম মেনে যাত্রা করতে হয়। বিশেষত দুর পাল্লার ট্রেনের ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে। যেগুলি ভাঙলে ট্রেনের টিকিট পর্যবেক্ষক যাত্রীকে টিকিট থাকা সত্ত্বেও নামিয়ে দিতে পারেন ট্রেন থেকে।

সাধারনত ট্রেন যাত্রার শুরু থেকে টিকিট পরীক্ষক বিভিন্ন কোচে গিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করে থাকেন। বৈধ টিকিট না থাকলে ফাইন করা হয় অথবা ট্রেন থেকে নামিয়েও দেওয়া হয়। এছাড়াও একাধিক নিয়মের খেয়াল রাখতে হয় টিটিকে। কারণ তাঁর চোখ এড়িয়ে কোনো অনিয়ম হলে এবং তার অভিযোগ গেলে সাসপেন্ড হতে পারে টিটি।

রেলের নিয়মে বলা হয় টিকিট পরীক্ষক যদি কোনো যাত্রীকে অসুস্থ অবস্থায় দেখেন বা দেখে মনে হয় আগামীতে অসুস্থতা বাড়তে পারে তাহলে ঐ যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা করা হবে ট্রেনের পক্ষ থেকে।

মনে করা হচ্ছে যাত্রী সুরক্ষার জন্যই এই নিয়ম তৈরি হয়েছে। কারণ চলন্ত ট্রেনে কখনোই জরুরী কালীন চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই কোনো অসুস্থ যাত্রী বা তার অসুস্থতার আন্দাজ করলে সঙ্গে সঙ্গে ট্রেন থামানোর আদেশ দিয়ে যাত্রীকে নামানোর ব্যবস্থা করা হয় এবং তার প্রাথমিক চিকিৎসাও প্রদান করা হয়। এতে করে ওই যাত্রীর প্রাণের ঝুঁকি কমে এবং ট্রেনে উপস্থিত অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়না।

আরও পড়ুন: Lakshmir Bhandar: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? কড়া বার্তা দিলো পশ্চিমবঙ্গ সরকার

About Author