লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: এবারে এক ধাক্কায় কমতে চলেছে লোকাল ট্রেনের ভাড়া, বড় ঘোষণা করল ভারতীয় রেল কর্তৃপক্ষ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: সকল যাত্রীদের কথা মাথায় রেখেই একের পর এক সুব্যবস্থা চালু করছে ভারতীয় রেল। লোকাল ট্রেনের যাত্রী হোক বা দূরপাল্লার ট্রেনের যাত্রী সবার জন্যই এবারে উন্নত ব্যবস্থা করতে চলেছে ভারতীয় রেল সরকার (Indian Railway)। এমন কি যাত্রীদের বিভিন্ন অভিযোগ গুলির কথা মাথায় রেখে কিছুগুলি পরিবর্তনের ব্যবস্থা করতে চলছে খুব শীঘ্রই। সম্প্রতি তাই ভারতীয় রেলের পক্ষ থেকে দারুণ সুখবর দেওয়া হল যাত্রীদের। করোনা কালীন পরিস্থিতির আগে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অনেক লোকাল ট্রেন চালু করা হয়েছিল। সেইসময় ওই লোকাল ট্রেনগুলোর ন্যূনতম ভাড়া ছিল ১০ টাকা।

কিন্তু করোনা মহামারী চলাকালীন ওই ট্রেনগুলির পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে মহামারী পর্ব কাটলে ওই লোকাল ট্রেনগুলিকে চালু করা হয় স্পেশাল ট্রেন হিসেবে। আর স্পেশাল ট্রেন হিসেবে চালু হওয়ার পর থেকেই ওই ট্রেন গুলি টিকিটের ভাড়া এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই ভাড়া বাড়ার কারণ হিসেবে জানা হয়েছিল ‘স্পেশাল’ তকমা। তবে রেল সরকার এই বিষয়ে বড় পদক্ষেপ নিল, রেলের পক্ষ থেকে এই গুরুতর সমস্যার সমাধান করা হবে খুব শীঘ্রই।

সম্প্রতি ভারতীয় রেল সূত্রের খবর অনুযায়ী এবার স্পেশাল লোকাল ট্রেন গুলির টিকিট নিয়ে এক বড় আপডেট দেওয়া হবে। জানা গিয়েছে জুলাই থেকে একেবারে ৫৬৩টি লোকাল ট্রেনের আগে ‘স্পেশাল’ তকমা তুলে দেওয়া হবে। আর স্পেশাল ট্রেনের তকমা তুলে দেওয়ায় পরই ওই ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া একধাক্কায় অনেক কমিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে উত্তর রেলওয়ের পাঁচটি ডিভিশন অর্থাৎ আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লখনউ এবং মোরাদাবাদ এই নিয়ম জারি করা হবে। ওই ট্রেনগুলির নম্বরের সামনে থেকে ‘০’ উঠে যাবে।

আরও পড়ুন: Today Gold Rate: দারুণ খবর, রবিবারে হুড়মুড়িয়ে কমল সোনার দাম! জানুন আজকের বাজারমূল্য

তবে শুধু উত্তর রেলওয়ে নয়, এই রাজ্যের রেল পরিষেবা নিয়েও বড় আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই। কারণ রাজ্যে করোনা মহামারীর সময় স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু করোনার প্রভাব কেটে যাওয়ার পরে রেল পরিষেবা স্বাভাবিক হলেও স্পেশাল ট্রেনের তকমা দিয়ে এরকমভাবেই বেশি ভাড়া নিচ্ছিল রেল কর্তৃপক্ষ। যার দরুন মহা সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। তাই এবারে সেই দিকে কড়া নজর দিয়েই রেল কর্তৃপক্ষ বড় পদক্ষেপ নিতে চলেছে।

WhatsApp Group Join Now
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।