লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: ভারতীয় রেলে নতুন সুব্যবস্থা, চলন্ত ট্রেনে কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে দায়িত্ব নেবে রেল কর্তৃপক্ষ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে যাতায়াতের মাধ্যমে হিসেবে রেলপথ বিশেষ গুরুত্বপূর্ণ। দেশের এখনো কয়েক কোটি মানুষ রেলপথকেই যাতায়াতের মাধ্যমে হিসেবে বেছে নেন। ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনে প্রতিদিন যাত্রী পরিষেবা দেওয়া হয়। তাই রেল কর্তৃপক্ষকে প্রতিনিয়ত যাত্রী সুবিধার্থে কথা মাথায় রাখতে হয়।

আর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত ভারতীয় রেল নানান রকমের সুব্যবস্থা গড়ে তুলছে। সম্প্রতি সেরকমই একটি ব্যবস্থা নেওয়া হল রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। যা সত্যি সাধারণ মানুষের বিশেষ উপকারে আসবে। লোকাল ট্রেনের যাতায়াতের সময় কম হলেও দূরপাল্লার ট্রেনে অনেক সময় দীর্ঘ কয়েক ঘণ্টার জন্য যাত্রা করেন যাত্রীরা (Indian Railway)।

আর যাতায়াতের সেই সময় যদি হঠাৎ করে কোন যাত্রী অসুস্থ হয়ে পড়েন তাহলে এবার থেকে সেই দায়িত্ব নেবে রেল। এক্ষেত্রে কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে টিকিট রক্ষক কে জানালে তাকে পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যায়। তাই এবার থেকে রেলের ভেতরেই থাকবে চিকিৎসা ব্যবস্থা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে পূর্ব রেলের ৫টি বিভাগে এই সুবিধা চালু করা হচ্ছে। কেন যাত্রী যদি আচমকাই অসুস্থ বোধ করেন তাহলে TTE এর সাথে জড়াজগ করলেই জ্বর, বমি, ডায়রিয়া, এলার্জি ও গ্যাসের ওষুধ পাওয়া যাবে। আপাতত এই ৫ ধরণের ওষুধ থাকবে First Aid কিটে। যাতে কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসাটুকু হয়। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা রেলে এই পরিষেবা পাওয়া যাবে। কেউ অসুস্থ বোধ করলে TTE এর সাথে যোগাযোগ করলে মাত্র ৫০ টাকার বিনিময়েই প্রাথমিক চিকিৎসার জন্য এই ওষুধগুলি পেয়ে যাবেন। এমনকি প্রয়োজনে TTE মোবাইলে চিকিৎসকের সাথে যোগাযোগ করে তারপরেই অসুস্থ যাত্রীকে ওষুধ দেবেন।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Conjunctivitis :বর্ষার প্রবেশ ঘটতেই বাংলার মানুষের চোখ লাল, কনজাংটিভাইটিস থেকে বাঁচার উপায় কী? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

ওষুধ দেওয়া পাশাপাশি TTE যাত্রীর নাম, লিঙ্গ, বয়স, PNR নাম্বার, বার্থ নাম্বার সমস্তটা নোট করবেন। এরপর প্রয়োজনে গন্তব্য স্টেশনে বা পরবর্তী স্টেশনে চিকিৎসকের কাছে নাম লিখিয়ে দেবেন। এর আগেও যাত্রীদের প্রাথমিক চিকিৎসার সুবিধা দেওয়া হত। তবে সেক্ষেত্রে স্টেশন সুপারিন্টেন্ডেড বা ট্রেনের গার্ড এর কাছে যেতে হত। সেক্ষেত্রে অনেকটা সময় নস্ট হত, তাই সেই কথা চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।