Credit Card Scheme: কিছুদিন আগেই নির্ধারিত হয়েছে বাজেট। আর সেই বাজেটে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে এপ্রিল থেকে শুরু হবে বিশেষ ক্রেডিট কার্ড প্রকল্প। জানা গিয়েছে, মূলত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই ক্রেডিট কার্ডের প্রকল্প (Credit Card Scheme) শুরু করা হবে সরকারের তরফে।এই ক্রেডিট কার্ডে ৫ লক্ষ টাকার লিমিট পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের মতানুসারে, এই উদ্যোগ আগামী কয়েক বছরের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাগুলিকে অতিরিক্ত ৩০,০০০ টাকার তহবিল প্রদান করবে যা ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে। তবে এই ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা পাওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন করতে হবে। আজকের প্রতিবেদনে জেনে নিন কারা কারা এই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ক্রেডিট কার্ড (Credit Card Scheme):
জানা যাচ্ছে, এই ক্রেডিট কার্ড প্রকল্পের দ্বারা (Credit Card Scheme) ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। তবে এখন প্রশ্ন হলো কারা এই কার্ডে আবেদনের যোগ্য?
জানা গিয়েছে, যাঁরা দোকান পরিচালনা করছেন বা ক্ষুদ্র ব্যবসা বা উৎপাদনের সঙ্গে যুক্ত তাঁরা এই কার্ডের আবেদন করতে পারবেন। তবে, এই ব্যবসার মালিকদের তাদের UPI লেনদেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যবসায়িক অবস্থার মূল্যায়ন অবশ্যই জমা করতে হবে। সব কিছু যাচাই করে দেখার পরই ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই কার্ডের মেয়াদ থাকবে এক বছর। মূলত যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ১০-২৫ লক্ষ টাকার মধ্যে, কেবলমাত্র তারাই সরকারের মাইক্রো-ক্রেডিট কার্ডে আবেদনের যোগ্য হবেন।
জেনে নেওয়া যাক, কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
মোদী সরকারের তরফে জারি করা এই ক্রেডিট কার্ড পেতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে MSME ক্রেডিট কার্ড হাতে পাওয়া যাবে।
এর জন্য প্রথমেই উদ্যম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট msme.gov.in এ ভিজিট করতে হবে।
এরপর ‘কুইক লিংক’-এ ক্লিক করে ‘উদ্যম রেজিস্ট্রেশন’ সিলেক্ট করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করতে হবে।