Ekchokho.com 🇮🇳

India-Pakistan: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! পাক দূতাবাস বন্ধ, সিন্ধু চুক্তি বাতিল, রণংদেহী মুডে ভারত

জুই নাগ, কলকাতা : সম্প্রতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবহে এক নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে। দুই প্রতিবেশী দেশের (India-Pakistan)মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা ঠান্ডা লড়াই এবার যেন আরও গাঢ় হয়ে উঠেছে। সীমান্তে মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা গেলেও কূটনৈতিক সম্পর্ক এখনও পর্যন্ত চালু ছিল—কিন্তু এবার পরিস্থিতি যেন অন্যরকম। একনজরে » 1. প্রতিদিনের ...

Published on:

India-Pak Border Closure

জুই নাগ, কলকাতা : সম্প্রতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবহে এক নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে। দুই প্রতিবেশী দেশের (India-Pakistan)মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা ঠান্ডা লড়াই এবার যেন আরও গাঢ় হয়ে উঠেছে। সীমান্তে মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা গেলেও কূটনৈতিক সম্পর্ক এখনও পর্যন্ত চালু ছিল—কিন্তু এবার পরিস্থিতি যেন অন্যরকম।

প্রতিদিনের জীবনে ছায়া ফেলছে রাজনৈতিক টানাপোড়েন (India-Pakistan Political Conflict Impact)

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সাধারণ নাগরিকদের জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্য, ভিসা পরিষেবা, শিক্ষাগত বিনিময়—সব কিছুর উপরেই দেখা দিয়েছে অনিশ্চয়তার কালো ছায়া। এমনকি যারা এই দুই দেশের নাগরিক এবং পরস্পরের দেশে বসবাস করছেন, তাঁদের মধ্যেও ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নয়াদিল্লির বড় পদক্ষেপ, বন্ধ পাক দূতাবাস (Embassy Closure in Delhi)

এই টানাপোড়েনের মধ্যেই ভারত সরকারের তরফে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারত সরকার ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তবে এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্তে চমকে উঠেছে আন্তর্জাতিক মহল।

বাতিল করা হল সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Water Treaty Termination)

সিন্ধু নদ জলবণ্টন চুক্তি (Indus Water Treaty), যা ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, সেটিকেও এবার বাতিল করে দিয়েছে ভারত। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে এই চুক্তিকে বজায় রাখা হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, পাকিস্তানের সঙ্গে কোনও রকম জলবণ্টন বা দ্বিপাক্ষিক সহযোগিতা রাখা সম্ভব নয়।

পূর্ণত বন্ধ ভারত-পাক সীমান্ত, বাড়ছে সামরিক সতর্কতা (India-Pak Border Closure)

এই সব পদক্ষেপের ফলে ভারত-পাকিস্তান সীমান্ত (India-Pakistan Border) পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। প্রতিটি সীমান্ত চৌকিতে নজরদারি বেড়েছে। পাকিস্তানের তরফে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া না এলেও, আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে উপমহাদেশের ভূরাজনৈতিক চিত্র একেবারে বদলে দিতে পারে। নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।

অবশ্যই দেখবেন: Kashmir: জঙ্গি হামলায় রক্তাক্ত পহেলগাম! ৩৫ বছরে প্রথম সর্বাত্মক শাটডাউন! আতঙ্কে কাঁপছে কাশ্মীর!