লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rice ATM: এবার থেকে এটিএম এর মত রেশন ব্যবস্থায় চালু করা হলো চালের মেশিন, লাইনে দাঁড়িয়ে রেশন তোলার ঝামেলা শেষ

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rice ATM: বর্তমানে আমাদের দেশের সকল জেলা এবং রাজ্যের গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ জনের কাছে রেশন কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই রেশন কার্ডের মাধ্যমে বাড়িতে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যের রেশন সামগ্রী আসে বেশ কয়েক লক্ষ মানুষের। বর্তমানে আমাদের দেশে প্রায় ৮০-৯০ কোটি মানুষের কাছে এই রেশন কার্ড আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে এর পরিমাণ ৯ কোটির কাছাকাছি।

এই রেশন কার্ডের মাধ্যমে চাল, গম ও অন্যান্য সকল খাদ্য সামগ্রী বিনামূল্যে বা স্বল্প মূল্যে রেশন ডিলারদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে রেশন দোকান থেকেই চাল গম দেওয়া হয়ে থাকে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের। লাইনে দাঁড়িয়েই এতদিন পর্যন্ত সেই চাল, গম সংগ্রহ করতে হতো সকলকে। তবে এবার থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ। এবার থেকে এটিএম মেশিনের মত কার্ড ঢোকালেই মিলবে চাল গম।

হ্যাঁ ঠিকই শুনছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে চাল গমের এটিএম। ঠিক যেমন ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে মেশিন থেকে টাকা তোলা যায়। তেমনি এবার থেকেই স্পেশাল কার্ডের মাধ্যমে মিলবে রেশনের চাল। কিভাবে, কবে, কোথায় এই এটিএম চালু হচ্ছে সেই সম্পর্কে আজ আপনাদের বিস্তারিত তথ্য দেব এই প্রতিবেদনে।

কিভাবে কাজ করবে চালের এটিএম?

জানা যাচ্ছে ATM মেশিনের মত এখানেও টাচস্ক্রিনের ব্যবস্থা থাকবে। প্রথমেই সেখানে নিজের রেশনকার্ডের নাম্বার এন্টার করতে হবে। তারপর বায়োমেট্রিক অথেনটিকেশন চাইবে মেশিন। এই সময় নিজের আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তাহলেই আপনার রেশনকার্ডে যতটা চাল প্রাপ্য ততটা বেরিয়ে আসবে।

WhatsApp Group Join Now

এই মেশিনের সাহায্যে ২৫ কেজি পর্যন্ত চাল পেয়ে যাবেন কার্ড হোল্ডাররা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওড়িশার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে উদ্বোধন করা হয়েছে এই রাইস এটিএম। খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র নিজে এটির উদ্বোধন করেন। আগামী দিনে ৩০ টির বেশি এটিএম বসানো হবে বিভিন্ন রাজ্যে।

আরও পড়ুন: Civic Volunteers: সিভিক ভলেন্টিয়ারদের বাড়বাড়ন্ত কমাতে নতুন উদ্যোগ সরকারের! জানুন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।