Ekchokho.com 🇮🇳

Panchayat App: আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নয়! মোবাইল অ্যাপেই মিলবে পঞ্চায়েত সার্টিফিকেট

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Panchayat App: আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট নয়! এবার ঘরে বসেই পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পেতে পারবেন নাগরিকরা। রাজ্য সরকার আনতে চলেছে বিশেষ মোবাইল অ্যাপ (Panchayat App), যা পঞ্চায়েত পরিষেবাকে করবে আরও ডিজিটাল ও সহজ

কেন প্রয়োজন এই অ্যাপ?

পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট ইত্যাদি পেতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, দিনের পর দিন পঞ্চায়েত অফিসে ঘোরা কিংবা প্রধানকে না পাওয়ার মতো সমস্যায় জর্জরিত হন নাগরিকরা।

অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও সামনে আসে। এই সমস্যার সমাধান করতেই রাজ্য সরকার চালু করতে চলেছে Panchayat App, যার মাধ্যমে মাত্র এক ক্লিকেই মিলবে ছয় ধরনের গুরুত্বপূর্ণ সার্টিফিকেট

Panchayat App কীভাবে কাজ করবে?

  • মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা নির্দিষ্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদন গ্রহণের পর সাত দিনের মধ্যেই সংশ্লিষ্ট সার্টিফিকেট ইস্যু করা হবে।
  • অনলাইন লেনদেন চালু হলে দুর্নীতি কমবে এবং বেআইনি টাকা নেওয়ার সুযোগ থাকবে না।
  • সার্টিফিকেট সংগ্রহের জন্য আর অফিসে গিয়ে সময় নষ্ট করতে হবে না।

একজন পঞ্চায়েত দপ্তরের আধিকারিক জানিয়েছেন, “এই ডিজিটাল প্লাটফর্ম চালু হলে দুর্নীতি হ্রাস পাবে এবং সাধারণ মানুষ খুব সহজেই প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে সক্ষম হবেন।”

Panchayat App-এ কোন কোন সার্টিফিকেট পাওয়া যাবে?

প্রাথমিকভাবে ছয়টি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে:

  1. ইনকাম সার্টিফিকেট
  2. ক্যারেক্টার সার্টিফিকেট
  3. ডিস্টেন্স সার্টিফিকেট
  4. জাতিগত শংসাপত্র (Caste Certificate)
  5. নাগরিকত্ব সার্টিফিকেট
  6. বসতিভিটার সার্টিফিকেট

ভবিষ্যতে আরও নতুন পরিষেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

পঞ্চায়েত পরিষেবা হবে আরও স্মার্ট ও আধুনিক

সম্প্রতি পূর্ব বর্ধমানের রায়না থেকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যে, রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে স্মার্ট পঞ্চায়েত-এ রূপান্তরিত করা হবে। এর আওতায় থাকবে:

  • অনলাইনে ট্যাক্স প্রদান
  • গেস্ট হাউস ও হোমস্টে বুকিং
  • সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু

পৌরসভা এলাকার মতো বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের ব্যবস্থাও পঞ্চায়েত পর্যায়ে চালু করা হবে। এছাড়াও, বাংলা সহায়তা কেন্দ্র থেকে সহজেই অনলাইনে আবেদন করতে সহায়তা করা হবে, যাতে প্রত্যেক নাগরিক ডিজিটাল পরিষেবা গ্রহণ করতে পারেন।

Panchayat App চালু হলে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। সময় ও খরচ বাঁচবে, একইসঙ্গে দুর্নীতি হ্রাস পাবে। পঞ্চায়েতের পরিষেবাকে ডিজিটালাইজেশন ও স্মার্ট প্রযুক্তির সংযোজন রাজ্যের উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও পড়ুন: Summer Vacation 2025: কবে থেকে পড়বে গরমের ছুটি? জানাল মধ্যশিক্ষা পর্ষদ! জানুন বিস্তারিত

About Author