Sealdah-Esplanade Metro Route: কলকাতা (Kolkata) মানেই ব্যস্ত শহর, ভিড়, হইচই আর ট্র্যাফিক জ্যাম। অফিস টাইমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনো যেন এক বড় চ্যালেঞ্জ। তবে সেই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে মেট্রোরেল (Metro Railway)। নতুন নতুন পথ, নতুন নতুন স্টেশন, নতুন সংযোগ — এই সব কিছুই যেন একটু একটু করে বদলে দিচ্ছে শহরের যাত্রাপথের মানচিত্র।
অফিস টাইমে মিলতে পারে বড় স্বস্তি, বদলে যেতে চলেছে যাতায়াতের রুট (Route)
কলকাতার মানুষের বহুদিনের ইচ্ছা — শহরের প্রাণকেন্দ্র শিয়ালদহ (Sealdah) এবং এসপ্ল্যানেড (Esplanade) এর মধ্যে সরাসরি মেট্রো পরিষেবা (Metro Service)। কারণ, এই দুই স্টেশন ঘিরেই রোজ হাজার হাজার মানুষের যাতায়াত। একদম ব্যস্ততম এলাকা। বাস, অটো, ট্যাক্সি সবকিছুই ভিড়ে ঠাসা। সেক্ষেত্রে মেট্রো (Metro) চালু হলে সেই চাপ অনেকটাই কমবে।
কবে চালু হতে পারে Sealdah-Esplanade Metro Route?
সূত্রের খবর অনুযায়ী, চলতি এপ্রিল (April) মাসেই হতে পারে সেই বহু প্রতীক্ষিত যাত্রার সূচনা। জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল (24 April) ভার্চুয়ালি এই নতুন পথের উদ্বোধন (Inauguration) করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তবে এখনও পর্যন্ত সিআরএস (CRS – Commission of Railway Safety) বা আইএসএ (ISA – Independent Safety Assessment) পরীক্ষার কাজ সম্পূর্ণ হয়নি। তবুও সূত্র বলছে, দ্রুত সেই অনুমোদন মিলবে।
উদ্বোধন হলেও কবে থেকে যাত্রা শুরু?
জানা যাচ্ছে, উদ্বোধনের পরপরই হয়তো যাত্রী পরিষেবা (Passenger Service) শুরু হবে না। কিছুদিনের মধ্যে ট্রায়াল রান (Trial Run) চলবে। তারপরই শুরু হতে পারে বাণিজ্যিক পরিষেবা (Commercial Service)। তবে এতদিন পর এই স্বপ্নের রুটের উদ্বোধন হলেও, সাধারণ যাত্রীদের জন্য দরজা পুরোপুরি খুলতে একটু অপেক্ষা করতেই হবে।
পুরোপুরি খুললে কী সুবিধা পাবেন যাত্রীরা?
হাওড়া (Howrah) থেকে সল্টলেক (Salt Lake) পর্যন্ত যোগাযোগ আরও মসৃণ হবে। কারণ, এই নতুন পথ খুলে গেলে হাওড়া, শিয়ালদহ এবং সেক্টর ফাইভ (Sector V) – এই তিন গুরুত্বপূর্ণ জায়গা এক সুতোয় বাঁধা পড়বে। অফিস টাইমে সময় বাঁচবে বহু। কমবে ট্র্যাফিকের ঝামেলা। সঙ্গে বাড়বে যাত্রীদের নিরাপত্তাও। সবকিছু ঠিকঠাক চললে, এই এপ্রিল মাস থেকেই কলকাতার মানুষ পেতে চলেছে তাদের স্বপ্নের Sealdah-Esplanade মেট্রো পরিষেবা।