লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Post Office Fixed Deposit: পোস্ট অফিসে ১ বছরের মেয়াদে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন মিলবে? জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office Fixed Deposit: ব্যাংক হোক অথবা পোস্ট অফিস সব জায়গাতেই সাধারণ মানুষের ফিক্সড ডিপোজিট থাকবেই। আর বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এর সুদের হার এক এক রকম হয়। তবে সেভিংস অ্যাকাউন্টের তুলনাই ফিক্সড ডিপোজিটের সুদের হার অনেক ভালো এবং লাভজনক। যেমন পোস্ট অফিসে ১ বছর ৩ বছর ৫ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়।

আজকে সেরকমই আপনাদের ফিক্সড ডিপোজিটের সম্পর্কে বিস্তারিত জানাবো। পোস্ট অফিসের ৫ বছর মেয়াদি টাইম ডিপোজিটে (Post Office Fixed Deposit)স বচেয়ে বেশি সুদ দেওয়া হয়, ৭.৫ শতাংশ হারে। এক বছর মেয়াদে ৬.৯ শতাংশ হারে সুদ মেলে। ২ বছর মেয়াদে সুদের হার ৭ শতাংশ এবং ৩ বছর মেয়াদে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

ধরুন এখন পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে যদি কেউ ১ বছর মেয়াদে ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? হিসেব অনুযায়ী, ৬.৯ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১,০৭,০৮১ টাকা রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ ৭,০৮১ টাকা সুদ মিলছে।

আর যদি মেয়াদ বাড়িয়ে ২ বছরের জন্য ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আরও বেশি রিটার্ন মিলবে। কারণ সুদ বেশি পাওয়া যাবে। টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ২ বছর মেয়াদে ৭ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ১,১৪,৬৬৩ টাকা রিটার্ন মিলবে। এক্ষেত্রে সুদ হিসেবে গ্রাহক পাবেন ১৪,৬৬৩ টাকা।

WhatsApp Group Join Now

সেরকমই ভাবেই যদি কেউ ৩ বছর মেয়াদে ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে আরও বেশি রিটার্ন মিলবে। টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.১ শতাংশ সুদের হারে তিন বছরে ১ লাখ টাকা বিনিয়োগে ১,২৩,৫০৮ টাকা রিটার্ন পাওয়া যাবে। এক্ষেত্রে সুদ হিসেবে মিলছে ২৩,৫০৮ টাকা।

একইভাবে ৫ বছরের জন্য যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.৫ শতাংশ সুদের হারে তাঁর রিটার্ন দাঁড়াবে ১,৪৪,৯৯৫ টাকা। অর্থাৎ ম্যাচিউরিটিতে গ্রাহক সুদ হিসেবে পাচ্ছেন ৪৪,৯৯৫ টাকা। পোস্ট অফিসের পাঁচ বছরের টাইম ডিপোজিটে শুধু ভাল সুদ মেলে তাই নয়, করছাড়ও পাওয়া যায়। তাই পাঁচ বছরের এফডি-কে ট্যাক্স ফ্রি এফডি বলা হয়।

আরও পড়ুন: PMEGP Loan: শুধুমাত্র আধার কার্ডের সাহায্যেই পাবেন ১০ লাখের লোন, এখুনি আবেদন করুন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।