Hydrogen Train: বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে বর্তমানে ভারতের নাম দেখা যায়। বিশ্বের মাঝে বিভিন্ন ক্ষেত্রেই উঠে আসে ভারতের নাম। এবার ভারতের মাথায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন পালক জুড়তে চলেছে বলে খবর। ভারত খুব শীঘ্রই এমন একটি কৃতিত্ব অর্জন করতে চলেছে যেখানে বিশ্ব মাঝারে ভারত আধুনিকতার নতুন মাত্রা পাবে। পরিবেশের জন্যও এই পদক্ষেপ হতে চলেছে স্মরণীয়। জানা যাচ্ছে ভারতীয় রেল সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত প্রথম ট্রেনটি (Hydrogen Train) চালাতে প্রস্তুত। কোনো ধোঁয়া ছাড়াই পরিবেশ বান্ধব এই ট্রেনটি জলের ফোঁটা বাতাসে ছেড়ে চলতে পারবে। শুনতে রূপকথার গল্প মনে হলেও এটাই বাস্তব।
ভারতের শক্তিশালী হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)
চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) কোচ তৈরির কাজ করছে। এটি সম্পূর্ণ রূপে ভারতীয় প্রযুক্তিতে এবং নকশায় তৈরি করা হচ্ছে বলে খবর। এই সব ট্রেনের সবচেয়ে বড় সুবিধা হলো যে এই ট্রেনগুলো পরিবেশ বান্ধব। একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত উৎপন্ন শক্তির মাধ্যমেই এই হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) চলবে বলে খবর। এর ফলে বাতাস আরও বিশুদ্ধ হবে এবং জ্বালানির উপর নির্ভরতা কমে আসবে।
ভারতীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে ভারতের এই হাইড্রোজেন ট্রেনটি (Hydrogen Train) দেশ এবং বিশ্বের জন্য আধুনিক এবং ঐতিহাসিক হতে চলেছে। এটাই বিশ্বের দীর্ঘতম এবং শক্তিশালী ক্ষমতার ট্রেন হতে চলেছে। থাকবে ১০টি কোচ সহ ২৪০০ কিলো ওয়াট শক্তি তৈরির ক্ষমতা সম্পন্ন। এটি ভারতীয় রেলের তত্বাবধানে তৈরি হচ্ছে। জানা যাচ্ছে উত্তর ভারতীয় রেলের দিল্লির বিভাগে এই বিশেষ ট্রেনটি (Hydrogen Train) তৈরি হচ্ছে এবং এটি হরিয়ানা অঞ্চলের ৮৯ কিলোমিটার দীর্ঘ জিন্ড সোনিপত রুটে চালানোর কথা ভাবা হচ্ছে। এছাড়াও এই ট্রেনের নতুন সিস্টেমে হাইড্রোজেন জ্বালানি সংরক্ষণ করার জন্য রিফুয়েলিং করার জন্য আলাদা কাঠামো তৈরি করা হচ্ছে।
হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) বাজেট ২৮০০ কোটি টাকা
জানা যাচ্ছে এই বিশেষ ট্রেন তৈরির প্রকল্পের জন্য রেলপথ মন্ত্রণালয় দ্বারা ২০২৩-২৪ সালে ২৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মোট ৩৫টি হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) তৈরির পরিকল্পনা নেওয়ার হয় যা ভারতকে আরও উন্নত এবং পরিবেশ বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এতে করে ভারতের নিজস্ব প্রযুক্তির উপর আস্থা বাড়বে বলেও মনে করছেন অনেকেই।
কবে থেকে চালু হবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)?
সূত্রের খবর বর্তমানে জোর কদমে এই প্রকল্পের কাজ চলছে এছাড়া আশা করা হচ্ছে যে ২০২৫ সালের জুন মাস থেকেই ট্রাকে যাতায়াত করবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটি (Hydrogen Train)। যদিও ২০২৪ সালেই যাত্রা শুরুর পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় পরীক্ষা চলাকালীন কিছু ত্রুটি দেখা দিলে এর যাত্রার দিন পিছিয়ে দেওয়া হয়।
অবশ্যই পড়ুন। Top 10 Richest Persons: ভারতের ধনীতমদের তালিকা থেকে বাদ মুকেশ আম্বানি! উঠে এলেন আদানি!