লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

HS First Semester Routine: পূজোর আগেই অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা! রইল সম্পূর্ণ রুটিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HS First Semester Routine: নতুন শিক্ষা বর্ষ থেকে উচ্চমাধ্যমিকে সেমিস্টার শুরু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমিস্টার দিতে হবে শিক্ষার্থীদের। ইতিমধ্যে প্রথম সেমিস্টারের রুটিন জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা (একাদশ শ্রেণীর) শুরু হবে। যা চলবে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ দুর্গাপুজোর আগেই একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা সমাপ্ত হবে। ৭৫ মিনিট ব্যাপী পরীক্ষা চলবে। আজকের প্রতিবেদনে এক নজরে দেখে নিন প্রথম সেমিস্টারের রুটিন:

১৩ই সেপ্টেম্বর (শুক্রবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি।

১৮ই সেপ্টেম্বর (বুধবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনসিওরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম – ভোকেশনাল সাবজেক্ট।

১৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।

WhatsApp Group Join Now

২০শে সেপ্টেম্বর (শুক্রবার): অর্থনীতি, অ্যানথ্রোপলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।

২১শে সেপ্টেম্বর (শনিবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২৩ শে সেপ্টেম্বর (সোমবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

২৪ শে সেপ্টেম্বর (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ইতিহাস।

২৫ শে সেপ্টেম্বর (বুধবার): কেমিস্ট্রি, ভূগোল, হোম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডি।

২৬শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ফিলোজফি।

২৭শে সেপ্টেম্বর (শুক্রবার): অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।

২৮শে সেপ্টেম্বর (শনিবার): বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

৩০ শে সেপ্টেম্বর (সোমবার): সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সোশিয়োলজি।

জেনে নিন, কতক্ষন চলবে একাদশ শ্রেণীর পরীক্ষা?

দুপুর ৩ টে থেকে বিকেল ৪ টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। অর্থাৎ ১ ঘণ্টা ১৫ মিনিট পরীক্ষা ব্যাপী পরীক্ষা চলবে।

ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা চলবে ৪৫ মিনিট ব্যাপী। দুপুর ৩ টে থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩ টে ৪৫ মিনিট পর্যন্ত।

জানুন, কবে প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। কোন সময় সেই পরীক্ষা নেওয়া হবে তা সংশ্লিষ্ট স্কুল ঠিক করবে। শুধুমাত্র ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা ৪৫ মিনিটের হবে। বাকি বিষয়ের পরীক্ষাগুলি ১ ঘণ্টা ১৫ মিনিট ব্যাপী চলবে।

আরও পড়ুন: CNG Price: তৃতীয়বার শপথ নেওয়ার পাশাপাশি এবার গ্যাসের দাম নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।