Ekchokho.com 🇮🇳

AC Gas Problem : এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? মেকানিক ডাকার আগে একবার নিজেই দেখে নিন, গ্যাস ফুরিয়েছে কিনা চিনবেন কীভাবে!

AC Gas Problem : এপ্রিল পড়তেই গরম জাঁকিয়ে বসেছে। দিনের বেলায় গলদঘর্ম পরিস্থিতি। রাত্রে খানিক স্বস্তি দিতে সকলে ভরসা করছেন এসি-র (Air Conditioner) উপর। অফিস থেকে বাড়ি ফিরে কিংবা দুপুরের তাপদাহ থেকে বাঁচতে এসিই এখন সেরা উপায়। কিন্তু সমস্যা দেখা দেয় যখন এসি চালিয়েও ঘর ঠান্ডা হয় না! ঘর ঠান্ডা ...

Published on:

AC Gas Problem : এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? মেকানিক ডাকার আগে একবার নিজেই দেখে নিন, গ্যাস ফুরিয়েছে কিনা চিনবেন কীভাবে!

AC Gas Problem : এপ্রিল পড়তেই গরম জাঁকিয়ে বসেছে। দিনের বেলায় গলদঘর্ম পরিস্থিতি। রাত্রে খানিক স্বস্তি দিতে সকলে ভরসা করছেন এসি-র (Air Conditioner) উপর। অফিস থেকে বাড়ি ফিরে কিংবা দুপুরের তাপদাহ থেকে বাঁচতে এসিই এখন সেরা উপায়। কিন্তু সমস্যা দেখা দেয় যখন এসি চালিয়েও ঘর ঠান্ডা হয় না!

ঘর ঠান্ডা না হলে প্রথমেই মাথায় আসে, এসি-র গ্যাস (AC Gas) বুঝি শেষ! তখনই অনেকেই AC মেকানিক ডেকে আনেন। আর এখানেই ভুল করেন বহু মানুষ। কারণ, অসৎ মেকানিকরা এই সুযোগটাই কাজে লাগায়। অযথা গ্যাস ফুরিয়েছে বলে টাকা আদায় করে। অথচ আপনি নিজেই AC গ্যাস ফুরিয়েছে কি না সেটা খুব সহজেই বুঝে নিতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এসির সমস্যা মানেই গ্যাস ফুরিয়েছে (AC Gas Leak) তা নয়

অনেক সময় এসির (AC) ঠান্ডা কমে যাওয়ার পেছনে গ্যাস কমে যাওয়া (AC Gas Low) অন্যতম কারণ হলেও, একমাত্র কারণ নয়। এসির ফিল্টার (Filter) নোংরা, কম্প্রেসার (Compressor) খারাপ, ইভাপোরেটর কয়েল (Evaporator Coil) ব্লক – এগুলিও সমস্যা হতে পারে। তবে, গ্যাস ফুরালে কয়েকটি লক্ষণ খুব পরিষ্কারভাবে ধরা পড়ে।

Related: গরমে বিদ্যুৎ (Electricity Bill) বিল দেখে আঁতকে উঠছেন? মাত্র ৫ টা টিপস মেনে চললেই অর্ধেক হবে আপনার বিল!

Ac gas problem symptoms
Ac gas problem symptoms

গ্যাস ফুরানোর প্রাথমিক লক্ষণ (Symptoms of AC Gas Low)

  1. এসি চালানোর পরও ঘর ঠান্ডা হচ্ছে না।
  2. কম্প্রেসার চালু হলে অস্বাভাবিক শব্দ।
  3. আউটডোর ইউনিটের পাইপে বরফ জমা (Ice on Pipe)।
  4. আউটডোর ইউনিটে অয়েল বা তেল জমার মতো ভাব।

এই লক্ষণগুলি মিললে বুঝতে পারবেন এসি-র গ্যাস (AC Gas) সত্যিই ফুরিয়ে এসেছে। তবে শুধু ঠান্ডা না হলেই গ্যাস রিফিল (Gas Refill) করাতে হবে, এমনটা নয়। আগে ভাল মেকানিকের সাহায্য নিয়ে পরীক্ষানিরীক্ষা করিয়ে নিন।

Read More: Roof Cooling During Summer: গরমে এই পদ্ধতি অনুসরণ করলেই ঠান্ডা থাকবে ছাদ এবং ঘর! জেনে নিন বিস্তারিত

ঘরেই কীভাবে বুঝবেন এসির গ্যাস (Check AC Gas) ফুরিয়েছে?

আপনি চাইলে বাড়িতে বসেই ছোট্ট একটা পরীক্ষায় বুঝে নিতে পারেন। এসি অন করে কিছু সময় চালান। তারপর আউটডোর ইউনিটের (Outdoor Unit) পাইপ বা জয়েন্ট অংশে হাত দিন। যদি বরফ জমে থাকে কিংবা খুব ঠান্ডা অনুভব হয়, তাহলে বুঝবেন গ্যাস কমে গিয়েছে। তেল জমে থাকলেও গ্যাস লিক (Gas Leak) বা কমে যাওয়ার ইঙ্গিত মেলে। এই উপায় জানলে সহজেই অসৎ মেকানিকদের ঠকানো থেকে বাঁচতে পারবেন। টাকা বাঁচবে, সঙ্গে নিজের এসি-রও সঠিক যত্ন হবে।

AC Gas Problem Video