লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Durga Puja Donation Cost: চলতি বছর পূজোয় প্রতিটি ক্লাবকে ৮৫ হাজার টাকা সরকারের অনুদান, জানেন এই প্রকল্পে কত খরচ হবে রাজ্যের?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Durga Puja 2024: হাতে আর মাত্র কয়েকটা দিন সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। মাত্র ৭৫ দিনের অপেক্ষা, তারপরেই উমা আসবে ঘরে। ইতিমধ্যেই কলকাতা শহর সহ এবং আশেপাশের বিভিন্ন জেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে নদীয়ার একটি ক্লাবে চলতি বছরে ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে, ইতিমধ্যেই তাদের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজো উপলক্ষে ক্লাবগুলিকে অনুদানের টাকার পরিমাণ ঘোষণা করে দিলেন। প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ক্লাবগুলিকে একটা পরিমাণ টাকা দিয়ে সাহায্য করা হয়ে থাকে।

এবারও তেমনটাই হতে চলেছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন। যেখানে এই বছর ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। শুধু এই বছর নয় পাশাপাশি আগামী বছর কত টাকা করে অনুদান দেওয়া হবে সেই ঘোষণাও করে দিয়েছেন।

এই বছর ৮৫ হাজার টাকা অনুদানের পাশাপাশি আগামী বছর ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। দুর্গাপুজো উদ্যোক্তা হিসাবে ক্লাবগুলিকে প্রথম বছর ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এরপরে ধীরে ধীরে সেই টাকার পরিমাণ বাড়ানো হয়। এরপর ৭০ হাজার টাকা দেওয়া হয়েছিল। চলতি বছর ৮৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা হয়েছে এবং তার পরের বছর এক লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

তবে ক্লাবগুলিকে এত টাকা অনুদান দেওয়ার ঘোষণা নিয়ে বিরোধী দল নানান রকমের কথা বলছে। এমনকি বিরোধীদল ছাড়াও নানা মহল থেকে নানা রকম প্রতিক্রিয়া আসছে এই ঘোষণা করার পর। বিরূপ প্রতিক্রিয়ার কারণ হলো, এত এত টাকা কেবল ক্লাবগুলিকে অনুদান তারা অযুক্তিপূর্ণ বলে মনে করেন। কেননা ওই টাকাতে রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজ হতে পারে বলে তাদের দাবি। এবারে প্রশ্ন হল আমাদের গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে অসংখ্য ক্লাব রয়েছে, তাদের অনুদান করার জন্য মোট কত টাকা খরচ হয়? অনুদান হিসেবে যে টাকা দেওয়া যায় তাতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ্য হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের একাংশ দাবি করছেন।

WhatsApp Group Join Now

গতবছর রাজ্য সরকারের তরফ থেকে ৪০ হাজার ২৮ টি ক্লাবকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। হিসেব অনুযায়ী মোট টাকার পরিমাণ ছিল ২৮০ কোটি ১৯ লক্ষ ৬০ হাজার টাকা। এই বছর যদি ক্লাবের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে টাকার পরিমাণ কিছুটা বাড়বে, আর যদি ক্লাব সংখ্যা একই থাকে তাহলে আগের বছরের মতই খরচ হবে। আগামী বছর যদি একটি সংখ্যক ক্লাবকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয় তাহলে রাজ্য সরকারের খরচ হবে ৪০০ কোটি ২৮ লক্ষ টাকা। যেটা অনেকটা বড় সংখ্যা বলেই দাবি অসংখ্য মানুষের। আর এই টাকার মাধ্যমে আরো অনেক উন্নয়নের কাজ করা যায় বলে দাবি করছেন বিভিন্ন মহল।

আরও পড়ুন: Sourav Ganguly: শালবনি নয়, পশ্চিমবঙ্গের এই জায়গাতে তৈরি হবে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত শিল্পের কারখানা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।