Ekchokho.com 🇮🇳

AC: গরমে এসি চালানোর খরচ জানেন? জানুন ১.৫ টন এসি প্রতি ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে ও মাসে কতটা বিল আসতে পারে!

জুই নাগ, কলকাতা: চৈত্র-বৈশাখের তাপদাহে শরীর যেন আগুনে জ্বলছে। ঘামে ভেজা দুপুর আর রাতের ঘুম কেড়ে নিচ্ছে অস্বস্তিকর গরম। তাই অনেকেই নির্ভর করছেন এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা এসির (AC) উপর। তবে এসি চালালেই একটাই প্রশ্ন মাথায় ঘোরে—”এতক্ষণ এসি চালালাম, এবার বিলটা কত আসবে?” একনজরে » 1. এসির আরামে খরচের ...

Published on:

ac

জুই নাগ, কলকাতা: চৈত্র-বৈশাখের তাপদাহে শরীর যেন আগুনে জ্বলছে। ঘামে ভেজা দুপুর আর রাতের ঘুম কেড়ে নিচ্ছে অস্বস্তিকর গরম। তাই অনেকেই নির্ভর করছেন এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা এসির (AC) উপর। তবে এসি চালালেই একটাই প্রশ্ন মাথায় ঘোরে—”এতক্ষণ এসি চালালাম, এবার বিলটা কত আসবে?”

এসির আরামে খরচের বোঝা বাড়ছে? (AC Comfort vs Electricity Cost)

একদিকে যেমন গরমে আরাম পেতে এসি চালানো প্রয়োজন, তেমনই বিদ্যুৎ বিল (Electricity Bill) দেখে অনেকেই কপালে চিন্তার ভাঁজ ফেলেন। বিশেষ করে ১.৫ টন বা ২ টনের এসি চালালে, মাস শেষে কতটা ইউনিট খরচ হবে, সেই হিসেব মেলানো কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি একবার পরিষ্কার হিসেব জানা যায়, তাহলে তা ভবিষ্যতের খরচ সম্পর্কে প্রস্তুত হতে সাহায্য করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টন অনুযায়ী এসির বিদ্যুৎ খরচ কত? (AC Power Consumption by Ton)

প্রথমেই জানা দরকার, আপনার এসি কত টনের (Ton) এবং তার এনার্জি রেটিং (Energy Rating) কেমন। সাধারণভাবে ১.৫ টন এসি প্রতি ঘণ্টায় গড়ে ১.৫ ইউনিট (kWh) বিদ্যুৎ খরচ করে। তবে ইনভার্টার (Inverter) এসি হলে খরচ কমে দাঁড়াতে পারে ০.৮ ইউনিট (kWh)-এ। এছাড়াও রুমের আকার, আবহাওয়া ও কতক্ষণ এসি চলছে—সব মিলিয়ে খরচের পার্থক্য তৈরি হয়।

ইনভার্টার এসি এবং সাধারণ এসি: কার খরচ কত? (Inverter vs Normal AC Power Usage)

একজন ব্যবহারকারী যদি ইনভার্টার এসি দৈনিক ১০ ঘণ্টা চালান, তাহলে মাসে ৩০ দিনে ২৪০ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। প্রতি ইউনিটের দাম যদি ৭ টাকা ধরি, তাহলে মাসিক বিল দাঁড়াবে ১৬৮০ টাকা। অপরদিকে, যদি একই ১.৫ টন এসি ইনভার্টার না হয়ে সাধারণ হয়, তাহলে খরচ হবে প্রায় ৪৫০ ইউনিট, যার মাসিক খরচ দাঁড়ায় প্রায় ৩১৫০ টাকা। অর্থাৎ সঠিক এসি বাছাই করলে প্রায় ১৪৭০ টাকা সাশ্রয় সম্ভব।

মাসিক বিদ্যুৎ বিল বাঁচানোর উপায় কী? (Tips to Reduce Monthly Electricity Bill)

সঠিক এনার্জি রেটিং যুক্ত এসি বেছে নেওয়া, ইনভার্টার প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া, এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখা, নিয়মিত ফিল্টার পরিষ্কার করা এবং রুম সিল করে রাখা—এইসব অভ্যাস বিদ্যুৎ খরচ কমাতে দারুণ কার্যকর। একটু সচেতন হলেই গরমে আরামের পাশাপাশি মাসিক বিদ্যুৎ খরচেও সাশ্রয় সম্ভব। গরমে আরাম আর সাশ্রয় একসাথে চাইলে এগুলোই আপনার হাতিয়ার হতে পারে। নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।

অবশ্যই দেখবেন: Air Conditioner: সারারাত এসি চালিয়ে মাসে বিদ্যুৎ বিল মাত্র ২০০ টাকা! ৯৯% মানুষ জানেন না এই গোপন ট্রিকস