লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Horogouri Pice Hotel: দেখতে দেখতে ৫০০ পর্ব পূরণ করলো ‘হরগৌরী পাইস হোটেল’, সেলিব্রেশনে মাতলো গোটা টিম

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Horogouri Pice Hotel: স্টার জলসা দীর্ঘ দিনের পুরনো ধারাবাহিক হল ‘হরগৌরি পাইস হোটেল'(Horo Gouri Paise Hotel)। বহু সময় ধরেই এই ধারাবাহিক চলে আসছে স্টার জলসার পর্দায়। এই ধারাবাহিকের মূল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতার রাহুল মজুমদার এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। স্টার জলসার পুরনো ধারাবাহিক তোমায় আমায় মিলে এর ধাঁচে চেয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প।

তবে পরবর্তী সময়ে ধারাবাহিকের এর গল্প পাল্টেছে, এগিয়ে গেছে নিজের মতো করে। এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছেন যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা। নানান চড়াই উৎরাই এর মাধ্যমে ধারাবাহিক বরাবরই টিআরটি তালিকায় ভালো স্থান দখল করেছিল। আর সেই মতোই দেখতে দেখতে পূরণ হয়ে গেল ধারাবাহিকের ৫০০ পর্ব। আর ৫০০ পর্ব পূরণ হওয়ার আনন্দে সেলিব্রেশনে মেতে উঠেছিল গোটা ধারাবাহিকের টিম।

৫০০ পর্ব উদযাপনে গোটা টিম উপস্থিত ছিল। সাথে ছিল দুই প্রযোজক যীশু এবং তার স্ত্রী নীলাঞ্জনা। হৈহই করে আনন্দের সঙ্গে ওই দিনটা কাটায় প্রত্যেকে। হরগৌরী পাইস হোটেল টিমের এক সদস্য তাঁদের এই উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, ‘যেখানে এখন লঞ্চ করার কয়েক মাসের মধ্যেই নতুন সিরিয়াল বন্ধ হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে হরগৌরী পাইস হোটেলের ৫০০ এপিসোড পার করা অনেক বড় অ্যাচিভমেন্ট। সেই জার্নিতে আমি অংশ নিতে পেরেছি, ভেবেই ভালো লাগে। কামনা করি হরগৌরী ১০০০ এপিসোড পার করুক।’

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Gold Rate: মাসের শুরুতেই সোনার দামে বড়সড় পরিবর্তন! দেখুন আজকের বাজারমূল্য

ধারাবাহিকটি রোজ রাত দশটায় স্টার জলসার পর্যায় সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছিলেন রাহুল এবং শুভস্মিতা। আর প্রথমবারই তাদের জুটি দর্শকের কাছে ব্যাপক পরিমাণ ভালোবাসা পেয়েছে।বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বছর এগিয়ে গিয়েছে। আর প্রতিদিনই থাকছে টানটান উত্তেজনা পর্ব।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।