Holiday in March 2025: জানুয়ারি, ফেব্রুয়ারি শেষ, এবার শুরু হয়েছে মার্চ (March)। নতুন মাস মানেই নতুন পরিকল্পনা। কর্মজীবী থেকে ছাত্রছাত্রী— সকলেই চেয়ে থাকেন ছুটির দিকে। কবে পাওয়া যাবে স্বস্তির অবকাশ? কবে একটু সময় নিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানো যাবে? সেই প্রশ্নই ঘুরপাক খায় সবার মনে। এদিকে মাসের প্রথম সপ্তাহ পার হতেই সামনে এসেছে এই মাসের ছুটির তালিকা (Government Holiday List)। আর এই তালিকা দেখে খুশি হবেন অনেকেই!
মাসের মাঝামাঝি ও শেষদিকে লম্বা ছুটি!
প্রত্যেক মাসেই নির্দিষ্ট কিছু ছুটি পাওয়া যায়। তবে মার্চের ছুটির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। কারণ এই মাসে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব, যার ফলে সরকারি, বেসরকারি চাকরিজীবীরা একটানা বিশ্রামের সুযোগ পাবেন। শুধু তাই নয়, স্কুল-কলেজেও মিলবে ছুটি। ফলে ছাত্রছাত্রীদের মুখেও ফুটবে হাসি। অনেকেই ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন, এই ফাঁকা সময়টা কীভাবে কাজে লাগানো যায়!
দোল, হোলি এবং তার পরের দিন ছুটি!
এই বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ, বৃহস্পতিবার। দোলের পরদিনই ১৪ মার্চ হোলি, যা মূলত উত্তর ভারতে বিশেষভাবে উদযাপিত হয়। অনেক অফিসে এই দু’দিনই ছুটি দেওয়া হয়। তবে মূল আকর্ষণ অন্য জায়গায়! যেসব সংস্থায় শনিবারও সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত, সেখানকার কর্মীরা পরপর চারদিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন। ১৩ ও ১৪ মার্চ দোল ও হোলির ছুটির পর ১৫ মার্চ শনিবার এবং ১৬ মার্চ রবিবার— সব মিলিয়ে চারদিনের বিশ্রামের সুযোগ মিলবে! ফলে এই ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই।
মাসের শেষেও রয়েছে টানা ছুটির সুযোগ!
শুধু মাসের মাঝামাঝিই নয়, মার্চের শেষ দিকেও ছুটি মিলবে একাধিক। ২৮ মার্চ (শুক্রবার) জামাত উল বিদার জন্য ছুটি থাকবে। আর ৩১ মার্চ (সোমবার) এবং ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এখানেও টানা বিশ্রামের সুযোগ থাকছে। কারণ ৩০ মার্চ রবিবার পড়েছে, যা স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটির দিন। তাই অনেকের জন্য এই পর্বেও টানা তিনদিনের ছুটির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক মাসে দুইবার একটানা ছুটি!
রাজ্যভেদে বদল হতে পারে তালিকা
যদিও এই ছুটির তালিকা রাজ্যভেদে ভিন্ন হতে পারে। সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংস্থাগুলির ছুটির নিয়মও আলাদা হতে পারে। তাই অফিস, স্কুল বা কলেজের তরফে ছুটির বিষয়টি আগেভাগে জেনে নেওয়াই ভালো। তবে যারা এই ছুটিগুলো পাবেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটানোর পাশাপাশি কাছেপিঠে কোথাও ঘুরে আসার পরিকল্পনাও সেরে নেওয়া যেতে পারে!
আরও পড়ুন: Neel-Trina Divorce: চার বছরের চুক্তি শেষ! বিচ্ছেদের পথে নীল-তৃণা? কি জানালেন অভিনেত্রী?