লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Holiday: আগামী আগস্ট মাসেই পাবেন টানা ছুটি, দুর্গা পূজার আগেই সরকারি কর্মচারীদের জন্য রইল সুখবর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Holiday: একটানা কাজ করতে কারোরই ভালো লাগেনা। সবারই ইচ্ছা করে কাজের ফাঁকে ছুটি কাটাতে (Holiday)। চলতি জুলাই মাসে ১ তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অর্ধ ছুটি দিবস ঘোষণা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। ঐদিন রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলি দুপুর ২ টোর পর ছুটি হয়ে যায়। এর আগে জুনের ২৯,৩০ তারিখ ও ছুটি ছিল।

ফলে একটানা ৩ দিন ছুটি পেয়েছে সরকারি কর্মচারীরা। ২৯ এবং ৩০ তারিখ শনি রবিবার থাকায় ওই দুদিন ছুটি ছিল। তবে আমরা প্রত্যেকেই জানি জুলাই মাসে ছুটির সংখ্যা নেহাতি কম। শনি রবি ছাড়া সেরকম বিশেষ কোনো দিনের জন্য জুলাই মাসে ছুটি দেওয়া হয় না। তবে সামনেই রয়েছে অগাস্ট মাস। আর অগাস্ট মাসে প্রচুর ছুটি রয়েছে। বলা যেতে পারে দুর্গাপুজোর মতনই একটানা বেশ অনেকদিন ছুটি রয়েছে।

আগস্ট মাসের ছুটি:

সামনের আগস্ট মাসে সকল সরকারি কর্মচারীরা একটানা ছুটি পেতে চলেছেন। তবে সকলের মনের প্রশ্ন উঠতে পারে দুর্গাপূজোতে এখনো আসতে অনেক দেরী, সেই অক্টোবর মাসে। তবে আগস্ট মাসে কিসের এক টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা? আসলে ১৫ ই অগাস্ট রয়েছে দেশের স্বাধীনতা দিবস। ওইদিন জাতীয় ছুটি থাকে, এই কথা তো সকলেই জানেন। তবে এবারে স্বাধীনতা দিবসের সপ্তাহে একসঙ্গে এক বেশ কয়েকদিন ছুটি পেতে চলেছেন।

আসলে এবছর ১৫ ই অগাস্ট পড়েছে বৃহস্পতিবার। তারপর মাঝে ১৬ ই অগাস্ট শুক্রবার। তারপরেই ১৭ এবং ১৮ ই অগাস্ট শনি এবং রবিবার। তাই যদি শুক্রবার ছুটি নিতে পারেন, তাহলে বৃহস্পতিবার থেকে একটানা চার দিনের লম্বা ছুটি পেয়ে যাবেন আপনারা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: LIC: চিন্তা ছাড়ুন সন্তানের ভবিষ্যৎ নিয়ে! LIC-র এই পলিসিতে ২,২৫০ টাকা রাখলেই পাবেন ১৪ লক্ষ টাকা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।