Ekchokho.com 🇮🇳

Hero Splendor Electric Bike: একবার সম্পূর্ণ চার্জে চলবে ২৫০ কিলোমিটার; অত্যাধুনিক ফিচারসহ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Hero Splendor ইলেকট্রিক বাইক! জানুন বিস্তারিত

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Hero Splendor Electric Bike: বর্তমানে মুদ্রাস্ফীতি ও মূল্য বৃদ্ধির জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা। উত্তরোত্তর জিনিসের দাম বৃদ্ধি হয়ে চলেছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এমতাবস্থায় গাড়ির শখ মেটাতে বিকল্প হিসাবে অনেকেই বৈদ্যুতিক স্কুটার কিনছেন। আর ঠিক সেই কারণেই ভারতীয় গ্রাহকরা বেস্ট সেলিং বাজেট মূল্যের বাইক হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চের আশায় রয়েছেন।

ইলেকট্রিক Hero Splendor Bike (Electric Hero Splendor Bike)

আজও সাধ্যের মধ্যে বাইক কেনার হলে সবার প্রথম যে ব্র্যান্ডটির কথায় মাথায় আসে তা হলো হিরো (Hero)। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor বাইকটি আজও জনপ্রিয়। স্বল্প দামে দুর্দান্ত মাইলেজ দেয় এই বাইকটি। বর্তমানে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণের কথা মাথায় করে অনেকেই ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার দিকে ঝুঁকেছে। আর ঠিক এই কারণেই কোম্পানি ভারতের বাজারে এবার Hero Splendor ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। আজকের প্রতিবেদনে এই বাইকটি সম্পর্কে রইল বিস্তারিত তথ্য।

ইলেকট্রিক Hero Splendor বাইকের ফিচারসমূহ:

নতুন ইলেকট্রিক Hero Splendor বাইকে থাকবে একটি ৩০০০ ওয়াটের মোটর যা বাইকটিকে শক্তিশালী পারফরম্যান্স করতে সাহায্য করবে। এর সঙ্গে এটিতে ৮.০২ kWh ক্ষমতার একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে, একবার সম্পূর্ণ চার্জ বাইকটি চলবে ২৫০ কিমি পথ। এছাড়াও এই বাইকে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাইকে ডিজিটাল স্পিডোমিটার এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ওডোমিটার, ট্রিপ মিটার এবং এলইডি হেডলাইট পাবেন আরোহীরা। বাইকে টিউবলেস টায়ার ব্যবহারের সঙ্গে সঙ্গে নিরাপত্তার জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছন চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।

যদিও এই বাইকটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি কোম্পানির তরফে কিন্তু মিডিয়া রিপোর্ট অনুসারে চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে আনুমানিক ১.৩০ লাখ থেকে ১.৫০ লাখ টাকা দামে বাজারে আসবে HERO-এর এই বাইক।

অবশ্যই পড়ুন। Jayrambati Station Trial Run: ২৫ বছরের প্রতীক্ষার অবসান! জয়রামবাটিতে প্রথম ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বাস স্থানীয়দের

About Author