লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kolkata Bus: ২৫টি রুট নির্ধারিত; রাতের কলকাতায় অতিরিক্ত ২৫০টি বাস চালাবে পশ্চিমবঙ্গ সরকার

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Bus: গন্তব্যে পৌঁছানো হোক কিংবা গন্তব্য থেকে বাড়ি ফেরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভরসা করতে হয় পাবলিক ট্রান্সপোর্টর উপর। সকাল হোক কিংবা রাতবিরেতে গাড়ির অপ্রতুলতা থাকলেই রাস্তায় দাঁড়াতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু এবার মানুষের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তায় নেমে আর অপেক্ষায় থাকতে হবে না।

কয়েক মিনিট দাঁড়ালেই পেয়ে যাবেন গাড়ি। বিশেষ করে রাতের বেলা যারা বাড়ি ফেরেন তাদের সমস্যার সমাধান হতে চলেছে। এবার আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বাসের জন্য। রাজ্য সরকার আরো বেশি বাস চালাবে বিশেষ করে রাতের দিকে বাসের সমস্যায় ভুক্তভোগী হতে হবে না। কলকাতা (Kolkata Bus) কিংবা তৎসংলগ্ন এলাকার বাসিন্দা হলে আপনাকে আর চিন্তা করার কারণ নেই।

কোন কোন রুটে বাস:

নিত্য যাত্রীদের অভিযোগ রাত দশটা বাজার পরপর হঠাৎ করেই বাস কমে যায় রাস্তায়। শুক্রবার রাজ্য পরিবহন দপ্তরের একত্ব পদস্থ আধিকারিক জানিয়েছেন, মধ্যরাত পর্যন্ত ২৫০ টি বাস থাকবে রাস্তায়। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা চালানো হবে এই বাসগুলি (Kolkata Bus)। আলোর শহরে বাস ঘোরাফেরা করবে। দুপুর ১:৩০ টা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কলকাতা শহরে চলে প্রায় ১৫০ টি বাস এই বাসের পরিমাণ আরও বাড়ানো হবে।

বিশেষ করে জনবহুল এলাকা গুলিতে বাস চলবে সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ২৫ টির বেশি রুট চিহ্নিত করা হয়েছে। ডানলপ বালিগঞ্জ, শিয়ালদহ ঠাকুরপুকুর হাওড়া গড়িয়া হাওড়া পাটুলি , হাওড়া নিউ টাউন, হাওড়া ব্যারাকপুর এবং কাকুরগাছি বেহালা রুটে চলবে বাস। এসব জায়গায় সরকারি বাসের অপ্রতুলতা থাকে রাত দশটার পর।

WhatsApp Group Join Now
দশটার বাস:

তবে এবার বেসরকারি বাসের সঙ্গে সঙ্গে সরকারি বাসের দেখা মিলবে। রুবি ক্রসিং, শ্যামবাজার, উল্টোডাঙ্গা তারাতলা সহ বিভিন্ন স্টপেজে বাস দাঁড়াবে। করুণাময়ীতে সন্ধ্যে সাতটা বাজতে না বাজতেই বাসের সংখ্যা অনেকটাই কমে যায় এমন অভিযোগ তুলেছেন তথ্যপ্রযুক্তি কর্মীরা। সেই সমস্যার নিরসন হতে চলেছে। হাসপাতাল ক্ষুদ্র ক্লাস্টার ব্যবসায়িক জেলা বাণিজ্যিক এবং অফিস অঞ্চল থেকে এবার মাঝেমধ্যেই পাওয়া যাবে বাস। রাত্রিবেলা নির্বিগ্নে পৌঁছাতে পারবেন গন্তব্য কিংবা বাড়িতে।

আরও পড়ুন: Karan Johar: ‘যমজ সন্তানের মা কে’? প্রশ্ন করনকে; উত্তরে যা জানালেন পরিচালক

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।