লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jai Hind: সুপ্রভাতের পরিবর্তে পড়ুয়াদের বলতে হবে ‘জয় হিন্দ’! নতুন নির্দেশিকা জারি রাজ্যে সরকারের!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jai Hind: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দেশজুড়ে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবস। ২০২৪ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতার ৭৭ তম বর্ষ উদযাপন করবেন। দেশের প্রতিটি স্কুল কলেজ অফিস প্রাঙ্গনে ভারতের তেরঙা পতাকা উত্তোলন করা হবে। প্রত্যেক বছর ১৫ ই আগস্ট দিনটি গোটা ভারতবর্ষের জুড়ে এক বিশাল আরম্বরে শহীদ পালন করা হয়ে থাকে। দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া মুক্তিযোদ্ধা তাদের বীরত্ব রাজনৈতিক নেতাদের আত্মত্যাগ সবকিছুকেই আরো একবার মনে করিয়ে দেয় এই দিনটি।

দীর্ঘ ২০০ বছরের কর্তৃত্ব থেকে মুক্তি পাওয়া যে খুব সহজ ছিল না তা আরো একবার স্মরণ করে দেশবাসী মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে এই দিনটিতে। ইতিমধ্যে দেশের প্রতিটি স্কুলে ১৫ই আগস্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এই প্রস্তুতিকে কেন্দ্র করে এক অভিনবত্ব আনতে গিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে রাজ্যের স্কুলগুলি। কিন্তু এর পিছনে আসল কারণ কী?

প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটি স্কুলে নানা অনুষ্ঠান হয়ে থাকে।কুচকাওয়াজ থেকে শুরু করে বিভিন্ন খেলা প্রতিযোগিতা করা হয়ে থাকে। সঙ্গে দেশাত্মবোধক গান এবং নাচ পরিবেশন করে ছাত্রছাত্রী ও অধ্যাপকরাও। কিন্তু এবার সেই উপস্থাপনায় এক নয়া চমক আনা হয়েছে। স্কুলে শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে দেখা হলে পড়ুয়ারা আর বলবে না ‘‌সুপ্রভাত’‌। বরং পড়ুয়ারা একে অপরের সঙ্গে দেখা হলে এবং শিক্ষক–শিক্ষিকাদের সঙ্গে দেখা হলে সেই সময় ‘‌জয় হিন্দ’‌ বলে সম্মান জানাবেন। এই উদ্যোগ শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে। তবে এই অভিনব পদ্ধতি পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে হচ্ছে না। বরং এই উদ্যোগ নেওয়া হয়েছে হরিয়ানা রাজ্যের স্কুলগুলিতে।

আসলে পড়ুয়াদের শিক্ষার মাধ্যমে জীবনে মেধার বিকাশ ঘটানো যেমন জরুরি তেমনই সেই সঙ্গে দেশাত্মবোধ গড়ে তোলা অর্থাৎ দেশমাতৃকাকে সন্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করাও একান্ত জরুরি। তাই আগামী ১৫ আগস্ট থেকে ‘‌জয় হিন্দ’‌ বলার নিয়ম চালু হতে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন লিখিত নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে শিক্ষা দফতরের সমস্ত অফিসার, প্রিন্সিপাল এবং প্রধানশিক্ষকদের কাছে। পাশাপাশি জেলা ও ব্লকস্তরের অফিসারদের কাছেও তা পৌঁছে গিয়েছে।

WhatsApp Group Join Now
জেনে নিন, কী বলা হয়েছে নির্দেশিকায়?

ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন লিখিত নির্দেশিকায় বলা হয়েছে, ‘এই ১৫ আগস্ট থেকে সারা বছর সরকারি স্কুলগুলিতে সুপ্রভাতের পরিবর্তে চালু হবে জয় হিন্দ (Jai Hind)। পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ, দেশাত্মবোধ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যেমন সারা বছর দেশাত্মবোধের পরিবেশ তৈরি হবে। তেমনই পড়ুয়াদের মধ্যে গড়ে উঠবে দেশাত্মবোধ এবং এই উদ্যোগ যেন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের আগে থেকেই কার্যকর হয়। এর আগে স্কুলের হাজিরা খাতায় নাম ডাকার সময়ে পড়ুয়াদের ‘জয় হিন্দ’ বলে সাড়া দেওয়ার রীতি চালু করেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার।

আরও পড়ুন: Local Train: বনগাঁ থেকে বারাসাত; ট্রেনের যাত্রা পথ বদল শিয়ালদহ লাইনে! জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।