লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Government Holiday: একটানা বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস; দেখুন সেপ্টেম্বরের ছুটির তালিকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Government Holiday: নতুন মাস পড়ে যেতেই নানান রকম প্রশ্ন শুরু হয়। ঠিক যেমন কদিন ছুটি থাকবে অফিসে। বেশ লম্বা টানা ছুটি পাওয়া গেলে কোথাও বেরিয়ে আসা যায়। আবার ছুটিতে অনেকেই দরকারি কাজ সেরে ফেলেন। সেপ্টেম্বর মাস পরতে আর মাত্র কয়েক দিন বাকি। এই সেপ্টেম্বর মাসে কত দিন ছুটি রয়েছে। সরকারি বেসরকারি কর্মীরা কত ছুটি পাবেন। আগস্টের মতন কি ঢালাও ছুটি রয়েছে এই সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটা ছুটির সুযোগ থাকছে সরকারি কর্মীদের।

Government Holiday On September Month:

এদিকে পুজো তো প্রায় এসেই গেল কেনাকাটা করতেই হবে। হাতে এই গোটা মাস তার মাঝে যদি লম্বা সময় পাওয়া যায় তবে শপিং সেরে নেওয়া যায়। সেপ্টেম্বর মাসে স্কুল কলেজ ব্যাংক ছুটি থাকছেই এছাড়া বিভিন্ন সরকারি অফিস থাকছে ছুটি। সপ্তাহের ছুটি তো বটেই আরো বিভিন্ন দিন থাকছে ছুটি। সেপ্টেম্বর মাসে রয়েছে পাঁচটা রবিবার। শনিবার দিন অনেকের অর্ধ আবার কারোর কারোর পূর্ণদিবস ছুটি। রবিবার মিলিয়ে সেপ্টেম্বরে মোট ছুটির সংখ্যা সাতটি।

এই সেপ্টেম্বর মাসে রয়েছে গণেশ দেবতার পূজো অর্থাৎ গণেশ চতুর্থী। গণেশ পূজো থেকেই শুরু হয় অন্যান্য দেবতার পূজো। কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা দ্বারা এই গণেশ চতুর্থীর ছুটি দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৪ রয়েছে গণেশ চতুর্থী! সেই দিন অর্থাৎ বৃহস্পতিবার থাকছে ছুটি! ১৫ই সেপ্টেম্বর ২০২৪ রয়েছে অনাম উৎসব!

১৬ই সেপ্টেম্বর ২০২৪ রয়েছে ঈদে মিলাদ! অনাম উপলক্ষে কেরালায় ছুটি থাকতে পারে! এদিকে ঈদ উপলক্ষে সর্বত্র থাকবে ছুটি। এছাড়া সেপ্টেম্বর মাসে ব্যাংকের রয়েছে বড় ছুটি। প্রায় ১৫ দিনের ছুটি কাটাতে পারবেন ব্যাংক কর্মীরা। বরাবর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাংক কর্মীদের।

WhatsApp Group Join Now

গণেশ চতুর্থী এবং ঈদ ছাড়া তেমন উল্লেখযোগ্য ছুটি সরকারি বেসরকারি ক্ষেত্রে নেই বললেই চলে। তবে সেপ্টেম্বর শেষ হতেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপূজো নবরাত্রি উপলক্ষে ছুটি থাকে দেশের বিভিন্ন প্রান্তে। সেপ্টেম্বরের এই ক’দিনের ছুটিতেই সেরে ফেলতে হবে পুজোর শপিং।

আরও পড়ুন: Vande Metro Route: খুব শীঘ্রই দেশে চালু হচ্ছে প্রথম বন্দে মেট্রো, জেনে নিন কোথায় কোথায় চলবে এই ট্রেন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।