লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gourab Chatterjee: বছরের প্রথম রেজুলেশন পূরণ করার খুশি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা গৌরব

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gourab Chatterjee: টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হলেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ধারাবাহিক হোক বা বড় পর্দায় অভিনয়, সব জায়গাতেই তিনি নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার সবথেকে পছন্দের কাজ হলো শরীরচর্চা করা। তার শরীরের বিভিন্ন ছবি ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পাওয়া যায়। নিজেকে ফিট রাখতে খুব পছন্দ করেন তিনি। সম্প্রতি গৌরব নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেন সেই শরীরচর্চটা নিয়ে। ভিডিয়োটিতে দেখা যায় অভিনেতা ওয়েট লিফটিং করছেন। ১৯০ কেজির ভার তুলে নিচ্ছেন খুব সহজেই।

ভিডিওটি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন ‘এই বছরের জিমের ক্ষেত্রে তিনটি রেজোলিউশন নিয়েছিলাম। তারমধ্যে একটি গতকাল পূর্ণ হয়েছে। মাটি থেকে ১৯০ কেজির ভারোত্তলোন করতে পেরেছি আমি। আশা করছি বছরের শেষেও বাকি দুটিও পূরণ করতে পারব।” আর অভিনেতার এই ভিডিও দেখে অসংখ্য অভিনেতা অভিনেতা বাহবা দিয়েছেন। তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহস দিয়েছেন।

ভিডিওটিতে জিমের পোশাক পরেই দেখা গিয়েছে অভিনেতাকে। লম্বা চুলে অভিনেতার লুকটা যেন একেবারে অন্যরকম লাগছিল ওই দিন। শরীর কে ফিট রাখতে মাঝে মধ্যেই কখন বক্সিং আবার কখন সাইক্লিং করতে দেখা যায়। তবে শুধুমাত্র অভিনেতা নন অভিনেতা শ্রী দেবলীনা কুমার ও অত্যন্ত ফিটনেস নিয়ে সচেতন। তার সোশ্যাল মিডিয়ার একাউন্টে বিভিন্ন শরীরচর্চা সংক্রান্ত ভিডিও, পোস্ট দেখতে পাই।

WhatsApp Group Join Now

তবে শুধুমাত্র গৌরব, দেবলীনা নয় এখন টলিউড থেকে বলিউড সব জায়গাতেই অভিনেতা অভিনেত্রীদের আমরা ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন হতে দেখতে পাই। দিনের শেষে গিয়ে যেন এই ফিটনেসই ভালো থাকার মূল চাবিকাঠি। কেউ জিম ফ্রিক আবার কেউ যোগাকে ফিট থাকার পথ হিসেবে বেছে নিয়েছে। যেমন বলিউডের কারিনা কাপুর, শিল্পা শেট্টি তারা যোগা করে নিজের শরীরকে এমন সুন্দর ভাবে ধরে রেখে যান যে তা সত্যি প্রশংসনীয়।

আরও পড়ুন: Yami Gautam’s Baby: অক্ষয় তৃতীয়ার দিন ইয়ামি কোল আলো করে এলো সন্তান, কি নাম রাখলেন সন্তানের?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।