লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Silver Price: লক্ষ্মীবারে কমলো সোনার দাম, সস্তা হলো সোনা! কত কমলো জানুন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold Silver Price: গত কিছুদিন ধরে রোজই ঊর্ধ্বমুখী সোনার দাম। সোনা বাঙালির উৎসবের অঙ্গ হয়ে উঠেছে। বিবাহ, পুজো , মুখে ভাত সবেতেই সবার ছোঁয়া লাগেই। সেখানে নিয়মিত মূল্যবৃদ্ধিতে আকাশছোঁয়া দামে সোনা কেনা কঠিন হয়ে পড়েছিল। তবে আজ লক্ষীবারেই লক্ষীলাভ সোনার দামে।

১২ই সেপ্টেম্বরে সোনার দামের তালিকা রইলো:
  • ২৪ ক্যারাট এক গ্রাম সোনার দাম যাচ্ছে ৭১৫৭ টাকা।
  • ২২ ক্যারাট সোনার ক্রয় মূল্য পড়ছে ১ গ্রামে ৬৭৯৯ টাকা।
  • ২২ ক্যারাট সোনা বিক্রয় মূল্য পড়ছে প্রতি গ্রামে ৬৫১০ টাকা।
  • ১৮ ক্যারাট সোনার এক গ্রামের মূল্য পড়ছে ৫৫৮২ টাকা।
  • এছাড়াও ৯৯৯ রুপোর পুল্য পড়ছে প্রতি কেজিতে ৮৩৩৫২ টাকা।

এর উপর কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটি মূল্যের উপর ৩ শতাংশ জিএসটি দিতে হবে।

বাংলা ও বাঙালির কাছে সোনা হলো শুভ। যার জন্য প্রতিটি শুভ অনুষ্ঠানেই সোনার ছোঁয়া দেওয়া হয়। উপহার হোক বা নিজের জন্য সোনার গহনা কেনার চাহিদা সবসময় দেখা যায়। সাধারণত আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করেই সোনার দাম ভারতের তথা বিশ্বের বাজারে ওঠানামা করে। তবে দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী গ্রাফের শেষে আজকে নিম্নমুখী হয়েছে দাম।

সোনার বিশুদ্ধতার উপরেও নির্ভর করে ব্যবহার হয় সোনা। ২৪ ক্যারাট সোনা হলো সবচেয়ে খাঁটি যেটি বার বা কয়েন হিসেবে পাওয়া যায় তবে এ থেকে গয়না বানানো অসম্ভব। এতে খাদ মিশিয়ে তৈরি হয় ২২ ক্যারাট যা থেকেই একমাত্র গয়না বানানো সম্ভব। এছাড়াও ১৮ ও ১৪ ক্যারাট সোনা হিরে বা অন্যান্য পাথরের গয়না বানাতে ব্যবহার করা হয়ে থাকে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Train Rules: ট্রেন মিস করেছেন! কটা স্টেশন পর্যন্ত আপনার টিকিটের বৈধতা থাকবে জানেন?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।