লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Rate: ভোটের পর এক ধাক্কায় কমে গেলো সোনা, রূপার দাম! জেনে নিন আজকের বাজার মূল্য

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold Rate: আমাদের দেশে দুটি মূল্যবান ধাতুর মধ্যে অন্যতম হল সোনা এবং রুপা। সোনা এবং রুপা এই দুটির মূল্য প্রত্যেকের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোন শুভ অনুষ্ঠানে সোনা, রুপা দেওয়ার চল রয়েছে এই দেশে। তাই সারা বছরই সোনা রুপা কেনা হয়ে থাকে। তবে বর্তমান বাজার মূল্য যেভাবে বাড়ছে আর এই দুই ধাতুর দামও বাড়ছে। তাতে করে সাধারণ মধ্যবিত্তের পক্ষে সোনা বা রুপা কেনা ভীষণই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

ভোটের ফলাফলের দিন সোনার দাম ছিল বেশ অনেকটা চড়া ছিল। আবার ৪ঠা জুন ফল প্রকাশের পরের দিনই এক ধাক্কায় বেশ খানিকটা কমেছিল সোনার দাম। পরপর দুদিন দামের ওঠানামার পর আজ বৃহস্পতিবার সোনার বাজারের কী হাল? কত চলছে আজ সোনার দাম(Gold Rate)? চলুন জেনে নেওয়া যাক।

সোনার দাম (Gold Rate):

বুধবারের তুলনায় বৃহস্পতিবার সোনার দাম (Gold Rate) সামান্য হলেও কমেছে। বৃহস্পতিবার বুধবার ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে গ্রাম প্রতি ৭,২৬৪ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পড়বে ৭২,৬৪০ টাকা। ২২ ক্যারাট সোনা বা গহনা সোনার দাম কলকাতায় রয়েছে গ্রাম প্রতি ৬,৬৫৯ টাকা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৬,৫৯০ টাকা। বুধবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম প্রতি ৭,২৬৫ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম প্রতি ৬,৬৬০ টাকা। বৃহস্পতিবার কলকাতায় ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে গ্রাম প্রতি ৫,৪৪৮ টাকা যা বুধবার ছিল গ্রাম প্রতি ৫,৪৪৯ টাকা।

আরও পড়ুন: Yusuf Pathan: মাঝেমধ্যে বাংলায় আসব! ভোটে জেতার পরই বাংলার মানুষের জন্য বার্তা ইউসুফের; আর কী জানালেন তিনি?

রূপার দাম:

অন্যদিকে বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম রূপোর দাম রয়েছে ৯১.৬০ টাকা। বুধবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৯১.৭০ টাকা। বৃহস্পতিবার রূপোর দাম প্রতি কেজি রয়েছে ৯১,৬০০ টাকা। বুধবার এক কেজি রূপোর দাম কলকাতায় ছিল ৯১,৭০০ টাকা। বৃহস্পতিবার রূপোর দাম কমেছে বেশ খানিকটা।

WhatsApp Group Join Now
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।