লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Rate: বাজেটের পর লাগাতার কমছে সোনা-রুপোর দাম, জেনে নিন আজ কলকাতায় দাম কত?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: আমাদের ভারতবর্ষে সারা বছরই সোনা, রুপা ইত্যাদি বিক্রি হয়ে থাকে। ক্রেতারা সারা বছরই সোনা, রুপা দুই রকমের ধাতুই কিনে থাকে। যে কোন শুভ কাজেই এই দুই ধাতু উপহার দেওয়া ভীষণই শুভ লক্ষণ বলে মানা হয় আমাদের দেশে। যার কারণে প্রতিদিনই ক্রেতাদের এই দুই ধাতুর দামের দিকে নজর দিতে হয়। যেদিন একটু দাম কম থাকে সেদিনই প্রত্যেকে সোনা এবং রুপা কিনতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের বাজারে সোনা রুপার দাম কেরকম রয়েছে।

সোনা এবং রুপা হলো এমন দুটি ধাতু যা কেনার পেছনে লাভ রয়েছে ক্ষতি নেই। তাই মধ্যবিত্ত পরিবারের অনেকেই ব্যাংকে টাকা জমানার মতো অল্প অল্প টাকা জমিয়ে সোনা কিনে রাখেন। যাতে ভবিষ্যতে সেই সোনা কাজে আসতে পারে। তবে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে দিনে দিনে সোনা কেনা সত্যি দায় হয়ে উঠেছে। বিগত কয়েকদিন ধরে সোনার দাম কখনো অনেকটা বেড়েছে, কখনো আবার এক ধাক্কায় কমে গিয়েছে। আজ শুক্রবার বাজারে কি মূল্য রয়েছে সোনা রুপোর?

মঙ্গলবার সোনার মূল্য (Gold Rate):

সোমবার ২৪ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৯১৬ টাকা। কেজিতে দাম রয়েছে ৬,৯১,৬০০ টাকা। মঙ্গলবার ২৪ ক‍্যারাট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৬,৯১৭ টাকা। আর কেজিতে দাম রয়েছে ৬,৯১,৭০০ টাকা। সোমবারে গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬,৩৪০ টাকা এবং কেজিপ্রতি দাম রয়েছে ৬,৩৪,০০০ টাকা। মঙ্গলবার কেজি প্রতি গহনা সোনার দাম রয়েছে ৬,৩৪,১০০ টাকা। সোমবার কেজি প্রতি ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫,১৮,৮০০ টাকা। মঙ্গলবার ১ কেজি সোনার দাম রয়েছে ৫,১৮,৯০০ টাকা।

মঙ্গলবার রুপোর মূল্য:

সোমবার রুপোর দাম বেড়ে হয়েছে গ্রাম প্রতি ৮৫ টাকা এবং কেজি প্রতি ৮৫,০০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৮৫.১০ টাকা এবং কেজি প্রতি দাম রয়েছে ৮৫,১০০ টাকা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: LIC Jeevan Ananda Policy: মাত্র ৪৫ টাকা বিনিয়োগের মাধ্যমে রিটার্ন পাবেন ২৫ লক্ষ টাকা, LIC নিয়ে এলো তাদের দুর্দান্ত একটি স্কিম

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।