লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Price Today: পূজোর আগেই দাম কমল হলুদ ধাতুর! কত টাকায় বিকোচ্ছে হলুদ ধাতু?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold Price Today: উৎসবের মৌসুম চলছে। আবার উৎসব শেষেই আছে বিয়ের তোরজোর। দুর্গাপূজো কালীপুজো ধনতেরাস দীপাবলি সবকিছুতেই প্রয়োজন সোনালী ছোঁয়া। সোনা ছাড়া যেন বাঙালির উৎসব একেবারে অচল। গত কয়েকদিন আগেও সোনার দাম বেড়ে গিয়েছিল এক ধাক্কায় কয়েক গুণ। তবে সপ্তাহের প্রথম দিনেই অনেকটাই কমে গেল সোনার দাম। আজ কলকাতায় সোনার দাম কিছুটা কমে গিয়েছে। ২২ ক্যারেট অর্থাৎ গহনা সোনা কেনার কথা যারা ভাবছেন তাদের খরচ করতে হবে এক গ্রামের জন্য ৭০৮০ টাকা।

অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় সোনার দাম কিছুটা হলেও কমেছে। গতকালের তুলনায় আজকে সোনার দাম কমেছে ১৫০ টাকা। কিন্তু যারা খাঁটি সোনা কিনতে চান। অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম বর্তমানে ৭৭২৪ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ করতে হবে ৭৭২৪০ টাকা। গতকালের তুলনায় এই খাঁটি সোনার দাম কমেছে ১৬০ টাকা।

অনেকেই বর্তমানে ১৮ ক্যারেট সোনার প্রতি ঝুঁকেছেন। ১ গ্রাম সোনার জন্য খরচ পড়বে ৫৭৯৩ টাকা! সেই হিসাব অনুযায়ী ১০ গ্রাম সোনার দাম ৫৭৯৩০ টাকা! ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৭৯ হাজার ৩৯০ টাকা! গতকালের তুলনায় ১৮ ক্যারেট সোনার দাম কমেছে দশ গ্রামে ১২০ টাকা! শুধু সোনা নয় রুপোর দাম অনেকটাই কমেছে!

রুপোর বাসন হোক কিংবা রুপোর গহনা কিনে রাখতে পারেন এই মুহূর্তে! সে ক্ষেত্রে ১০ গ্রামের জন্য খরচ করতে হবে ৯৪৯ টাকা! ১০০ গ্রামের জন্য খরচ করতে হবে ৯৪৯০ টাকা! এবং এক কেজির উপর জন্য খরচ হবে ৯৪৯৯০ টাকা! আপনিও কি এই সপ্তাহে সোনা রুপো কেনার কথা ভাবছেন। তবে আর দেরি কেন? বাড়িতে নিয়ে আসুন হলুদ এবং রুপালী ধাতু। আজকেই চলে যেতে পারেন সোনার দোকানে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Durga Puja Donation: অনুদান নিলে পূজা মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি! কড়া বার্তা বিধায়কদের

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।