লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Price Today: জন্মাষ্টমী পর আরও দাম কমল সোনার! দেখে নিন ১০ গ্রামের দাম কত হল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold Price Today: এই দেশের পাশাপাশি বিভিন্ন বাইরের দেশে সোনার অনেক মূল্য রয়েছে। কারণ সোনা হলো এমন একটি ধাতু যা শুধুমাত্র আমাদের দেশের শুভ মনে করা হয় না এছাড়া অন্যান্য দেশেও সোনাকে শুভ ধাতু বলে মনে করা হয়। তবে এই শুভ ধাতুই প্রতিদিন মধ্যবিত্তের হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। প্রতিদিন যেভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী হচ্ছে তার কারণে মধ্যবিত্তের সাধ্যের বাইরে এই সোনা।

যদিও প্রতিদিন এক থাকে না সোনার দাম। কখনো হঠাৎ এক লাফে অনেকটা বেড়ে যায়, আবার কখনো এক ধাক্কায় অনেকটা কমে যায় সোনার দাম। শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে কবে সোনার দাম কত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ বুধবার সোনার দাম কত রয়েছে বাজারে।

বুধবার সোনার মূল্য

সোমবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম রয়েছে ‌৭,৩০৪ টাকা। অর্থাৎ দামে কোনো পরিবর্তন আসেনি। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে রয়েছে ৭,৩০৩ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,৩০,৩০০ টাকা। বুধে ১ গ্রাম সোনর দাম রয়েছে ৭,৩২৫ টাকা। কেজিপ্রতি দাম রয়েছে ৭,৩২,৫০০ টাকা। সোমবারেও গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৯৫ টাকা।

মঙ্গলবার গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৯৪ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৬,৬৯,৪০০ টাকা। বুধবার ১ কেজি ২২ক‍্যারাট সোনার দাম থাকছে ,৬,৭১,৫০০ টাকা। সোমবারে ১৮ ক্যারেট সোনার দামে কোনো বদল আসেনি। ১ গ্রাম ১৮ ক‍্যারাট সোনার দাম এদিন রয়েছে ৫,৪৭৭ টাকা। বুধবারে ১৮ ক‍্যারাট কেজিপ্রতি সোনার দাম রয়েছে ৫,৪৯,৪০০ টাকা।

WhatsApp Group Join Now
বুধবার রুপোর মূল্য

সোমবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৭,৯০০ টাকা। মঙ্গলবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৮,৫০০ টাকা। বুধবার রুপোর দামে কোনো পরিবর্তন আসেনি

আরও পড়ুন: Sourav Ganguly: বায়োপিকে সৌরভের ভূমিকায় প্রসেনজিৎ! জল্পনার মাঝে মুখ খুললেন মহারাজ

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।