লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Price Today: জন্মাষ্টমীর আগে দুর্দান্ত সুযোগ! আজ কলকাতায় সোনার দাম কত? জানলেই কিনতে ছুটবেন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold Price Today: এই দেশের পাশাপাশি বিভিন্ন বাইরের দেশে সোনার অনেক মূল্য রয়েছে। কারণ সোনা হলো এমন একটি ধাতু যা শুধুমাত্র আমাদের দেশে শুভ মনে করা হয় না এছাড়া অন্যান্য দেশেও সোনাকে শুভ ধাতু বলে মনে করা হয়। তবে এই শুভ ধাতুই প্রতিদিন মধ্যবিত্তের হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। প্রতিদিন যেভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী হচ্ছে তার কারণে মধ্যবিত্তের সাধ্যের বাইরে এই সোনা।

Gold Rate
Gold Rate

যদিও প্রতিদিন এক থাকে না সোনার দাম। কখনো হঠাৎ এক লাফে অনেকটা বেড়ে যায়, আবার কখনো এক ধাক্কায় অনেকটা কমে যায় সোনার দাম। শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে কবে সোনার দাম কত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ সোনার দাম কত রয়েছে বাজারে।

রবিবার সোনার মূল্য (Gold Price Today):

শুক্রবার গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭,৬২৫ টাকা এবং ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৭,২৬,৫০০ টাকা। শনিবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম ছিল ৭,৩০৪ টাকা। রবিবারেও দামের কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬,৬৬০ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৬৬,০০০ টাকা।

শনিবার ১ গ্রাম ২২ ক‍্যারাট সোনার দাম ছিল ৬,৬৯৫ টাকা। রবিবারেও দামে কোনো বদল হয়নি। শুক্রবার কেজি প্রতি ১৮ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৫,৪৪,৯০০ টাকা। শনিবার গ্রাম প্রতি সোনার দাম ছিল ৫,৪৭৮ টাকা। রবিবারেও একই দাম রয়েছে সোনার।

WhatsApp Group Join Now
রবিবার রুপোর মূল্য

বৃহস্পতিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৬,৯০০ টাকা। শুক্রবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৬,৭০০ টাকা। রবিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৮,০০০ টাকা।

আরও পড়ুন: Kaushambi Chakraborty: বিয়ের তিন মাসের মাথায় আবারও গায়ে হলুদের পিঁড়িতে কৌশাম্বী! এবার কার গলায় মালা দেবেন অভিনেত্রী?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।