Ekchokho.com 🇮🇳

Gold Price: হনুমান জয়ন্তীতে আগুন ছড়াল সোনার দামে! এক লাফে ২০০০ টাকা বৃদ্ধি, রুপোও ছাড়েনি দৌড়

Gold Price: এপ্রিল মাস পড়তেই যেন একের পর এক উৎসব এসে হাজির হচ্ছে। সপ্তাহান্তের ছুটির সঙ্গে এবার জুড়েছে হনুমান জয়ন্তী। অনেকেই ভেবেছিলেন এই শুভদিনে হয়তো গয়না কেনার আদর্শ সুযোগ পাবেন। কিন্তু বাস্তব ছবি একেবারে উল্টো। সকালবেলা বাজারে গিয়ে সোনার দোকানে ঢুকতেই মাথায় বাজ পড়েছে বহু ক্রেতার। সোনার দর শুনেই যেন ...

Updated on:

Gold Price

Gold Price: এপ্রিল মাস পড়তেই যেন একের পর এক উৎসব এসে হাজির হচ্ছে। সপ্তাহান্তের ছুটির সঙ্গে এবার জুড়েছে হনুমান জয়ন্তী। অনেকেই ভেবেছিলেন এই শুভদিনে হয়তো গয়না কেনার আদর্শ সুযোগ পাবেন। কিন্তু বাস্তব ছবি একেবারে উল্টো। সকালবেলা বাজারে গিয়ে সোনার দোকানে ঢুকতেই মাথায় বাজ পড়েছে বহু ক্রেতার। সোনার দর শুনেই যেন চোখ কপালে! সঙ্গে রুপোর দামও বাড়িয়ে দিল পকেটের চাপ।

নিত্যপ্রয়োজনীয় খরচ বাড়ছেই, এবার কি সোনাও ধরাছোঁয়ার বাইরে? (Gold Out of Reach Amidst Inflation)

ইতিমধ্যেই বাজারদর, পেট্রোল, ডিজেলের দাম বেড়ে গিয়েছে। তার ওপর সোনার মতো মূল্যবান ধাতুর দাম হু হু করে বাড়তে থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা প্রশ্নের মুখে পড়ছে। যারা পুজোর আগে বা বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের কাছে এই দাম যেন দুঃস্বপ্নের মতো। কিন্তু এমনটা হঠাৎ ঘটল কেন? এর পিছনে ঠিক কী কারণ কাজ করছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধান শহরগুলিতে সোনার ঝলক, দিল্লিতে সবচেয়ে চড়া দাম  (Gold Price in Major Indian Cities)

আজ ১২ই এপ্রিল, হনুমান জয়ন্তীর দিনে, দেশের বিভিন্ন শহরে সোনার দর পৌঁছে গিয়েছে রেকর্ড উচ্চতায়। কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও নয়ডার মতো শহরে ২২ ক্যারেট সোনা (22 Carat Gold) বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৪৬০/- টাকায়। অন্যদিকে ২৪ ক্যারেট সোনা (24 Carat Gold) বিকোচ্ছে ৯৫,৪১০/- টাকায়। রাজধানী দিল্লিতে দাম আরও চড়া—২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৮৭,৬১০/- এবং ২৪ ক্যারেট ৯৫,৫৬০/- টাকা। অর্থাৎ, মাত্র একদিনেই সোনার দাম বেড়েছে ২০০০/- টাকা, যা সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে যাচ্ছে।

রুপোর দামেও ঊর্ধ্বগতি, বিনিয়োগের উপযুক্ত সময় কি এখন? (Silver Price Today and Investment Strategy)

শুধু সোনা নয়, আজ রুপোর দামেও (Silver Price Today) চড়চড়ে বৃদ্ধি দেখা গেছে। প্রতি কেজি রুপোর দাম গড়ে ১০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৭,২০০/- টাকায়। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির পাশাপাশি চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনও দায়ী। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৩১৬৩ মার্কিন ডলার প্রতি আউন্স থেকে নেমে ৩১০০ মার্কিন ডলারে এসে ঠেকেছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানে তা আবারও ঊর্ধ্বগামী, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের বাজারে।

এখন সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা?

অনেকেই ভাবছেন, এই দাম আরও বাড়ার আগেই সোনা কিনে নেওয়া উচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের বিপরীতে টাকার মান এবং উৎসবের চাহিদা মিলিয়ে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে। তাই বিনিয়োগের আগে ভালোভাবে বাজার পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ। কারণ দাম বাড়তে বাড়তে ১ লক্ষ টাকার গণ্ডি পেরনো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা

আরও পড়ুন: Kalbaisakhi Weather Forecast: ৯ জেলায় ধেয়ে আসছে রুদ্র কালবৈশাখী! ঘন্টায় ৬০ কিমি হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডব শুরু!