লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Challan: পেট্রোল পাম্পে এই ডকুমেন্ট ছাড়া গেলেই বিপদ, হতে পারে ১০ হাজার টাকার জরিমানা! জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Challan: আপনার যদি গাড়ির মালিক হন তাহলে নিশ্চই জানেন রাস্তায় বেরোনোর সময় বেশ কিছু কাগজপত্র সাথে রাখতে হয়। কোনো কারণে চেকিংয়ের সময় কাগজপত্র সাথে না থাকলেই সমস্যা হয়ে যায়। এমনকি ফাইন পর্যন্ত হতে পারে।তবে সম্প্রতি জানা যাচ্ছে আপনার গাড়ির কাগজ ঠিক আছে কি না সেটা পেট্রোল পাম্পে ঢোকার সময়েই চেক করে নেওয়া হবে। আর না থাকলেই হবে মোটা টাকার ফাইন৷

গাড়ি চালকদের যে সমস্ত কাগজ রাখতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স ও পলিউশনের সার্ফিটিকেট। আর এবার জানানো হয়েছে যে যদি পলিউশনের বা PUC সার্টিফিকেট না থাকলে তাহলে ১০,০০০ টাকা পর্যন্ত চালান (Challan) কাটা হবে প্রতিটি গাড়ির জন্য৷

সরকারের তরফ থেকে সমস্ত পেট্রোল পাম্পে স্পেশাল ক্যামেরা বসানো হবে। যাতে করে সফ্টওয়্যারের মাধ্যমে বোঝা যাবে কোনো গাড়ির PUC Certificate এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে কি না। যদি হয়ে যায় তাহলে তাকে ফাইন করা হবে (Challan)। এই মর্মে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছিল। আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে আর ক্যামেরা বসে যাবে পেট্রোল পাম্পগুলিতে।

এর পাশাপাশি, পরিবহণ আধিকারিক আরও বলেছেন যে গাড়ির বৈধ PUC সার্টিফিকেট আছে কি না তা জানতে ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিভিন্ন দূষক যেমন কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড-এর নির্গমন মানগুলির জন্য গাড়িগুলিকে সময়ে সময়ে পরীক্ষা করা হয়। তারপরে সেগুলিকে PUC সার্টিফিকেট দেওয়া হয়।

WhatsApp Group Join Now

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার গাড়িতে পেট্রোল ভর্তি করার জন্য সরকার কর্তৃক PUC (Pollution Under Control) সার্টিফিকেট চেক বাধ্যতামূলক করা হয়েছে৷

আরও পড়ুন: West Bengal: তরুণের স্বপ্ন প্রকল্পের 2024 সালের ট্যাবের টাকা কবে ঢুকবে? একাদশ ও দ্বাদশ শ্রেণীরছাত্রছাত্রীরা দেখে নাও

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।