লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Free Dish TV Scheme: এইবার সরকার নিয়ে এল ফ্রিতে টিভি দেখার নতুন স্কিম! সারাজীবন বাড়িতে চলবে ফ্রিতে টিভি; আজই লাগিয়ে নিন বাড়িতে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Free Dish TV Scheme: কেন্দ্রীয় সরকারের আনা নতুন স্কিম হইচই ফেলে দিয়েছে চারিদিকে। এবারে একেবারে ফ্রিতে দেখতে পারা যাবে টিভি। বর্তমানে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি হলো টিভি। সারাদিনের ব্যস্ততা থেকে রেহাই পেতে টিভিই সাহায্য করে। আর সেই টিভিকে ঘিরেই এবারে সরকারের নতুন স্কিম। প্রত্যেক মাসে DTH Recharge করতে গিয়ে নানারকম সমস্যা অনেক সম্মুখীন হতে হয় সবাইকে। আপনি কি জানেন সেই স্কিম কি?

স্কিমের নাম : সরকারের তরফ থেকে যে স্কিমটি অফার করা হচ্ছে তার নাম DD Free Dish TV Scheme। এই স্কিম অনুযায়ী প্রত্যেকে পেয়ে যাবেন ডিটিএইচ সম্পূর্ণ বিনামূল্যে। গত ২০০৪ সাল থেকে এই স্কিম চালু হয়েছিল। তারপর থেকেই বহু বাড়িতে ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে, এর ফলে টিভি রিচার্জ নিয়ে কোনওরকম ঝামেলা বা ঝুঁকি পোহাতে হয় না।

কত খরচ হবে এতে : এই পরিষেবাটি নিজেদের বাড়িতে ইন্সটল করে নেওয়ার জন্য খরচ করতে হবে মাত্র ২০০০ টাকা, ইচ্ছুক ব্যক্তিকে। তারপরে চিরকাল একেবারে বিনামূল্যে দেখতে পারবেন টিভি। টিভি দেখার জন্য মাসে মাসে আর কোনো টাকা খরচ করতে হবে না। আসলে এটি একটি কম্প্যাক্ট আকারে রয়েছে। সাথে দেওয়া হচ্ছে অ্যান্টেনার সুবিধাও। এখানে পছন্দ অনুযায়ী গ্রাহকেরা অনেকগুলি চ্যানেল দেখতে সক্ষম হবেন।

 কিভাবে আবেদন করবেন : ফ্রি ডিটিএইচ এর সুবিধা পেতে গেলে 1800114554 বা 011-25806200 নম্বরে ফোন করতে পারেন ইচ্ছুক ব্যক্তি। এছাড়াও এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই ওপরে দেওয়া নম্বর গুলিতে ডিটিএইচ সম্পর্কে যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ জেনে নেবেন। তারপরে স্থানীয় কেবল অপারেটরের সহায়তা নিয়েই বাড়িতে ইন্সটল করা যাবে ডিটিএইচ। অনেক জায়গাতেই রয়েছে এই প্রক্রিয়া। রিসিভারটি স্থানীয়ভাবে লাগানো গেলেও একটি ফি দিতে হবে আপনাকে। তবে এক্ষেত্রে যেহেতু মাসিক কোনও চার্জ লাগছে না সে ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন গ্রাহকেরা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Gold Rate: দুর্মূল্যের বাজারে আবার ঊর্ধ্বমুখী সোনার দাম

এর জন্য যা লাগবে: বাড়িতে শুধুমাত্র টিভি থাকলেই হবে। মাসিক কোনও সাবস্ক্রিপশন নেই। তবে এখানে শুধুমাত্র ফ্রি চ্যানেল দেখারই সুবিধা পাবেন। যে সমস্ত পেইড চ্যানেল রয়েছে সেগুলি দেখতে হলে অবশ্যই দিতে হবে নির্দিষ্ট পরিমাণে টাকা। তাহলে আর দেরি কেন? এখনই লাগিয়ে ফেলুন ডিটিএইচ।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।