লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Janmashtami 2024: জীবনে সুখ-সমৃদ্ধি আনতে জন্মাষ্টমীর দিন মেনে চলুন এই ক’টি টোটকা!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Janmashtami 2024: আজ কৃষ্ণ জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। মন্দির থেকে বাড়ি সর্বত্রই ধুমধাম করে কৃষ্ণের জন্মোৎসব উদযাপন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনটির গুরুত্ব অপরিসীম। আজকের দিনে বিশেষ কিছু টোটকা মেনে চললে ভগবান শ্রী কৃষ্ণ সন্তুষ্ট হবেন এবং শ্রী কৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন। যার ফলে জীবনের নানা দিকে শুভ ফল মিলবে।

জেনে নিন, কী কী টোটকা পালন করবেন?

➥ জন্মাষ্টমীর দিন ভোগে গোপালকে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিতে পারেন। সম্ভব হলে জন্মাষ্টমীর দিন সকাল থেকে উপবাস রেখে, সন্ধ্যাবেলা গোপালের পুজো করে তারপর আহার গ্রহণ করুন। বাড়িতে গোপালের ছোট দোলনা থাকলে অবশ্যই গোপালকে এই দিন দোলনায় চড়ান।

➥ জন্মাষ্টমীর (Janmashtami 2024) দিন শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসী পাতার মালা পড়ান। জন্মাষ্টমীর তিথি চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করান। এই দিন বাড়িতে আমিষের বদলে নিরামিষ খাবার খান।

➥ জন্মাষ্টমীর দিন এক জোড়া তুলসীপাতা সাদা চন্দন মাখিয়ে কিছুক্ষণ শুকিয়ে সেটি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর চরণে সর্বদা এক জোড়া তুলসীপাতা অর্পণ করতে হয়, একটা তুলসীপাতা অর্পণ করতে নেই।

WhatsApp Group Join Now

➥ জন্মাষ্টমীর (Janmashtami 2024) দিন শ্রীকৃষ্ণ বা গোপালের সারা শরীরে ঘি বা মাখন মাখিয়ে যে কোনও রূপার পাত্র বা দক্ষিনাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে স্নান করান। সম্ভব হলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের হাতে রূপার বাঁশি রেখে দিন। পরের দিন সেই বাঁশিটা নিজের টাকা রাখার জায়গায় রাখুন, শ্রী কৃষ্ণের আশীর্বাদে অর্থলাভ হবে।

➥ জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে সাধ্য মতো কয়েক জন শিশুকে খাবার খাওয়াতে পারলে ভালো। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের জিনিস, তাই এই দিন পুজোর আসনে ময়ূরের পালক রাখুন।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ শ্রী কৃষ্ণের কৃপাধন্য হবেন এই ৬ রাশি; চোখ রাখুন আজকের রাশিফলে

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।