লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: এবার থেকে চিন্তার দিন শেষ! এই পদ্ধতিতে পেয়ে যান দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থ, জেনে নিন রেলের নতুন নিয়ম

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: সবরকম বয়সী প্যাসেঞ্জারদের কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্ন ধরনের আসনের ব্যবস্থা করেছে। যারা প্রবীণ নাগরিক তাদের জন্য সবথেকে উপযুক্ত হল লোয়ার সিটগুলি। কিংবা যাদের হাঁটুতে সমস্যা, পায়ে ব্যথা যারা উপরে উঠতে পারে না তাদের জন্য লোয়ার বার্থ গুলি সব থেকে বেশি উপযুক্ত। তবে অটোমেটিক সার্ভিসে টিকিট বুকিং করলে সব সময় লোয়ার বার্থ পাওয়া যায় না (Indian Railway)। এবারে সেই অসুবিধার সমাধান নিয়েই হাজির হয়েছে ভারতীয় রেল।

পরিবার নিয়ে ঘুরতে যাবার সময় সকলেই চান যাতে বয়স্ক মানুষেরা যাতে লোয়ার বার্থ সিটগুলি পান। তাহলে তাদেরই সুবিধা, কারণ বয়স্করা অনেক সময় সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না। তাদের নানান রকম শারীরিক সমস্যা থাকে। তাই টিকিট বুক করার সঙ্গে অনেকেই লোয়ার বার্থ গুলি বুক করতে চান, কিন্তু অনেক সময় অটোমেটিক বুকিং এর ক্ষেত্রে সেই পছন্দের মত বার্থ পাওয়া মুশকিল হয়ে পড়ে।

আরও পড়ুন: Digha Jagannath Temple: কবে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের? রথের আগে ভিড় বাড়ছে পর্যটকদের

যখন কেউ টিকিট কাটেন ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে সিট দেওয়া হয়। এক্ষেত্রে লোয়ার বার্থ কাউকে নির্দিষ্টভাবে দেওয়ার আলাদা বন্দোবস্ত নেই। এবারে রেল কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ লোয়ার বার্থ চেয়েও না পান অথচ তাঁর সেই সিটটিই ভীষণ দরকার তাহলে ট্রেনে উঠেই টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে যোগাযোগ করুন। সে ক্ষেত্রে যদি কোন লোয়ার বার্থ ফাঁকা থাকে তাহলে টিটি আপনাকে সেই সিটের ব্যবস্থা করে দেবে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।