Ekchokho.com 🇮🇳

First HMPV cases in India: ভারতে HMPV চিনা ভাইরাসের থাবা! বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের এক শিশু! জানুন বিস্তারিত

First HMPV cases in India: বছরের শুরুতেই নতুন করে করোনার স্মৃতি ফেরাচ্ছে চিনা ভাইরাস। ২০১৯ এর শেষের দিকে চিনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করেছিল। করোনার একের পর এক ঢেউ তছনছ করে দিয়েছিল মানব জীবনকে। আতঙ্কিত হয়েছিল বিশ্ববাসী। পাঁচ বছর পরেও সেই আতঙ্ক পুরোপুরি মুছে যায়নি। কিন্তু এরই ...

Published on:

HMPV

First HMPV cases in India: বছরের শুরুতেই নতুন করে করোনার স্মৃতি ফেরাচ্ছে চিনা ভাইরাস। ২০১৯ এর শেষের দিকে চিনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করেছিল। করোনার একের পর এক ঢেউ তছনছ করে দিয়েছিল মানব জীবনকে। আতঙ্কিত হয়েছিল বিশ্ববাসী। পাঁচ বছর পরেও সেই আতঙ্ক পুরোপুরি মুছে যায়নি। কিন্তু এরই মধ্যে আবার নতুন করে চোখ রাঙাচ্ছে নতুন চিনা ভাইরাস।

বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে উঠে আসছে নতুন চিনা ভাইরাসের কথা। জানা যাচ্ছে, চিনে নতুন করে হিউম্যান মেটাপনিউমোভাইরাস অর্থাৎ HMPV সহ একাধিক ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। যার ফলে মূলত আক্রান্ত হচ্ছে শিশু ও কিশোররা। সরাসরি ফুসফুসে থাবা বসাচ্ছে এই ভাইরাস। এরফলে সংক্রমিত হচ্ছে ‘হোয়াইট লাংস’। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গিয়েছে চিনে নয়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক শিশু। উত্তরোত্তর বাড়ছে সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি হয়ে উঠছে ভয়াবহ। আর এবার সেই আতঙ্কের ছবি দেখা গেল ভারতে। জানা যাচ্ছে, HMPV ভাইরাসে আক্রান্ত বেঙ্গালুরুর আট মাসের এক শিশু।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেঙ্গালুরুতে HMPV ভাইরাসে আক্রান্ত এক শিশু:

সূত্রের খবর, চিনের নতুন HMPV ভাইরাসে আক্রান্ত আট মাসের এক শিশু। শিশুটি পরিবারের সঙ্গে বেঙ্গালুরে থাকে। কর্নাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে শিশুটিকে ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিগত কয়েকদিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি। উপসর্গ বুঝতে পেরে আক্রান্ত শিশুটির নমুনা পরীক্ষা প্রাইভেট হাসপাতালে করা হয়েছে। আর সেখানেই সেই শিশুর শরীরে মিলেছে চিনের নয়া ভাইরাস। তবে এখনও পর্যন্ত সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি।অন্যদিকে পরিবার সূত্রে দাবি সম্প্রতি কোনো বিদেশ ভ্রমণও করেননি তারা। এখন কিভাবে শিশুটি এই রোগে সংক্রমিত হল সেই নিয়েই প্রশ্ন উঠেছে চারদিকে।

জানুন, এই বিষয়ে কি জানাচ্ছে স্বাস্থ্য দফতর?

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, চিনের নতুন ভাইরাস HMPV অনেকটা করোনা ভাইরাসের মতোই। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে এই ভাইরাসের দ্বারা। তবে মূলত ১১ বছরের কমবয়সীদের মধ্যেই এই ভাইরাসের হদিস মিলেছে। যদিও চিনে এই ভাইরাসের স্ট্রেন সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি অর্থাৎ চিনে এইমুহুর্তে কোন স্ট্রেনের ভাইরাস ছড়াচ্ছে, সেই সম্পর্কিত কোনো তথ্য মেলেনি।। তাই ট্রিটমেন্ট নিয়েও বেশ সমস্যায় পড়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে প্রথম HMPV আক্রান্তের খবরে দেশব্যাপী সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্র সরকার সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন রাজ্যে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কোভিডের সময় যে পরিকাঠামোগত প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল তেমনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কড়াকড়ি করা হচ্ছে কুম্ভ মেলাতেও।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রাথমিকে সেমিস্টার চালুর প্রস্তাব নাকচ মমতার; বৈঠকে ধমক শিক্ষামন্ত্রীকে! জানুন বিস্তারিত