লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kolkata Metro: সোমবার মেট্রোর চলাচলে পরিবর্তন, বদলানো হয়েছে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচি? বিস্তারিত জানুন এখনই

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Metro: সামনেই আসছে জন্মাষ্টমী। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এবছর আগামী ২৬শে আগস্ট সোমবার পড়েছে জন্মাষ্টমী। আর ঐদিন কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মোট ২৩৪টি মেট্রো চলবে। যেখানে অন্যদিন অফিস টাইমে মোট ২৮৮টি মেট্রো চলে।

জন্মাষ্টমীর কারণে ওইদিন কম মেট্রো চলাচল করবে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। শুধু দক্ষিণেশ্বর-কবি সুভাষ নয় সল্টলেক-শিয়ালদহ লাইনেও কম মেট্রো চলবে বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৬ অগাস্ট জন্মাষ্টমী রয়েছে। ওই দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে ২৩৪টি মেট্রো চলবে। অন্যদিন অফিস টাইমে ২৮৮টি মেট্রো চলে। অন্যদিকে শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে অন্যদিন ১০৬টি মেট্রো চলে। কিন্তু সোমবার আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট ৯০টি রেক চলবে।

তবে কোনও লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তি থাকছে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

WhatsApp Group Join Now
Kolkata Metro
Kolkata Metro

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। এবং দমদমের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। এবং দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়ার সময় ৯টা ৪০ মিনিট। তবে কবি সুভাষ এবং দমদমের রাতের বিশেষ মেট্রো একই সময় অর্থাৎ ১০ টা ৪০ মিনিটে উভয় স্টেশন থেকে ছাড়বে।

শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর প্রথম মেট্র ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ৫ থেকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: Justin Bieber: বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার! কানাডিয়ান গায়ক সদ্যোজাতের নাম কী রাখলেন?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।