Ekchokho.com 🇮🇳

FD মাত্র ৩ বছরে মোটা অঙ্কের রিটার্ন! এই ৫ ব্যাঙ্ক দিচ্ছে বাম্পার সুদের অফার, সুযোগ হাতছাড়া করলে পস্তাতে হবে!

বর্তমান সময়ে জীবনযাত্রার খরচ যেমন বাড়ছে, তেমনি অনিশ্চয়তা ও ভবিষ্যতের নিরাপত্তার দিকটাও ক্রমশ চিন্তার বিষয় হয়ে উঠছে। অনেকেই চাইছেন এমন এক বিনিয়োগ যেখানে ঝুঁকি নেই, অথচ সময়ের শেষে মোটা অঙ্কের টাকা হাতে আসবে। এই পরিস্থিতিতে বহু মানুষের কাছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit – FD) হয়ে উঠছে সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। ...

Updated on:

FD: Huge returns in just 3 years

বর্তমান সময়ে জীবনযাত্রার খরচ যেমন বাড়ছে, তেমনি অনিশ্চয়তা ও ভবিষ্যতের নিরাপত্তার দিকটাও ক্রমশ চিন্তার বিষয় হয়ে উঠছে। অনেকেই চাইছেন এমন এক বিনিয়োগ যেখানে ঝুঁকি নেই, অথচ সময়ের শেষে মোটা অঙ্কের টাকা হাতে আসবে। এই পরিস্থিতিতে বহু মানুষের কাছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit – FD) হয়ে উঠছে সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা।

FD মানেই নিরাপত্তা ও নিশ্চয়তা (Safe Investment Option – FD)

বাজারের ওঠানামার দাপটে অনেকেই ঝুঁকিপূর্ণ শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে দ্বিধায় থাকেন। তাঁদের কাছে FD হল একমাত্র সেই জায়গা, যেখানে বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তা যেমন থাকে, তেমন সুদের হারও আগে থেকে জানা থাকে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের মধ্যে এই ঝুঁকিহীন আয় (Risk-free Income) পাওয়ার প্রবণতা বেশি। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে ভালো সুদের অফার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেশ কিছু ব্যাঙ্ক দিচ্ছে আকর্ষণীয় সুদের হার (High FD Interest Rates by Top Banks)

বর্তমানে দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত (Public Sector Banks) ও বেসরকারি ব্যাঙ্ক (Private Banks) তিন বছরের ফিক্সড ডিপোজিটে (3-Year FD) অভাবনীয় সুদের হার দিচ্ছে। SBI, Bank of Baroda, HDFC, Union Bank of India এবং IDFC First Bank – এই পাঁচটি ব্যাংক তিন বছরের মেয়াদি স্কিমে দিচ্ছে ভালো রিটার্নের আশ্বাস। তবে প্রত্যেক ব্যাঙ্কের সুদের হার, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা হারে দেওয়া হচ্ছে।

Read More: Earn Money : ঘরে বসেই Earn করতে পারেন ৩ কোটি টাকা! মাত্র একবারের এই সিদ্ধান্তেই বদলে যেতে পারে আপনার ভবিষ্যৎ!

কোন ব্যাঙ্কে কেমন সুদ মিলছে (Top Banks and Their FD Rates)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৩ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের ৬.৭৫% এবং বয়স্কদের ৭.২৫% পর্যন্ত সুদ দিচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৭.১৫% (সাধারণ) ও ৭.৬৫% (সিনিয়র)। IDFC First Bank-এর সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য ৬.৮% ও সিনিয়রদের জন্য ৭.৩%। অন্যদিকে, HDFC Bank দিচ্ছে যথাক্রমে ৭% ও ৭.৫%। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে ৬.৭% ও ৭.২%। অর্থাৎ, এই পাঁচটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বাম্পার সুদের অফার নিয়ে এসেছে।

FD-তে বিনিয়োগ এখনই করুন (Invest Now in Fixed Deposit)

যারা দীর্ঘমেয়াদী নিরাপদ আয় খুঁজছেন, তাদের জন্য এই ৩ বছরের FD স্কিম আদর্শ। বিশেষ করে যারা বড় ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য এই পাঁচটি ব্যাঙ্কের মধ্যে যেকোনও একটি নির্বাচন করে বিনিয়োগ করলে ভবিষ্যতের জন্য তৈরি রাখা যাবে এক শক্ত আর্থিক ভিত। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নিতে দেরি নয়, আজই বেছে নিন আপনার উপযুক্ত ব্যাঙ্ক এবং শুরু করুন ফিক্সড ডিপোজিটে সঞ্চয়ের যাত্রা।

Related: মাত্র ₹১২,০০০ বিনিয়োগে মিলবে ₹৭৫,০০০! ৫ বছরেই লাখপতি হওয়ার LIC স্কিম?