Ekchokho.com 🇮🇳

ভেঙে গেল এগারো বছরের দাম্পত্য; প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী! নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল

Extra Marital Relation: এগারো বছরের বিবাহিত সম্পর্কে ধরল ফাটল, দাম্পত্য চলাকালীনই অন্য এক পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে (Extra Marital Relation) পড়েন স্ত্রী। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অকপটে স্বীকার করেন সম্পর্কের কথা। তাই স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানাতে দাম্পত্যে ইতি টেনে (Divorce) স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। স্বামী হিরন্ময় ...

Published on:

Extra Marital Relation

Extra Marital Relation: এগারো বছরের বিবাহিত সম্পর্কে ধরল ফাটল, দাম্পত্য চলাকালীনই অন্য এক পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে (Extra Marital Relation) পড়েন স্ত্রী। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অকপটে স্বীকার করেন সম্পর্কের কথা। তাই স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানাতে দাম্পত্যে ইতি টেনে (Divorce) স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। স্বামী হিরন্ময় সমাদ্দার পেশায় সিভিক ভলেন্টিয়ার।

এমন ঘটনায় সচরাচর মানুষ রাগে বোধবুদ্ধি হারিয়ে ফেললেও এখানে কার্যত তা ঘটেনি। বরং সামনে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন ঐ সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনা ঘটেছে নদীয়ার ধানতলা থানা এলাকায়। স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দেওয়ার সময় ঘটনাটি সমাজ মাধ্যমে(Facebook) লাইভ ভিডিওর মাধ্যমে দেখান স্বামী, আর তাতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। গত শনিবার থেকে সমাজ মাধ্যমে সেই ভিডিও খুবই ভাইরাল হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্রসঙ্গে মনে আসে ‘হম দিল দে চুকে সনম’ নামক বলিউড সিনেমাটির কথা। যেখানে দেখানো হয়েছিল নায়িকার সঙ্গে তার প্রেমিকার মিলনে মধ্যস্থতা করেছিলেন নায়িকার স্বামী। অনেকেই এই ঘটনায় এই সিনেমার ছাপ খুঁজে পাচ্ছেন। স্থানীয় সূত্রের খবর, ধানতলা থানা এলাকার বাসিন্দা হিরন্ময় সমাদ্দার ২০১৪ সালে তার স্ত্রী সুপ্রিয়া সমাদ্দারকে বিয়ে করেন।

হিরন্ময় রানাঘাট পুলিশ জেলার কল্যাণী হেডকোয়ার্টারে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আদতে নাকশীপাড়া এলাকার বাসিন্দা তাঁরা। পেশাগত কারণে বাড়িতে খুব একটা থাকতে পারতেন না হিরন্ময়। ফলে স্ত্রীকেও সময় দিতে পারতেন না। এই সময়েই গ্রামের অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুপ্রিয়া। কয়েকদিন আগে স্ত্রীর মোবাইল ফোন থেকে তিনি সুপ্রিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের আঁচ পান। সুপ্রিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি কোন কথা গোপন না করে স্বীকার করে নেন সম্পর্কের কথা।

সিভিক ভলেন্টিয়ারের কথায়, স্ত্রীর কাছ থেকে এই কথা জানার পর তিনি তার ইচ্ছেকে সম্মান জানাতে ওই যুবকের সঙ্গে বিয়ে করে সংসার করতে বলেন। শুধু তাই নয়, আড়ংঘাটা শ্মশানকালী মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেন হিরন্ময়। বিয়ে চলাকালীনই সমাজমাধ্যমে লাইভ ভিডিও করেন তিনি। ভিডিওতে দেখা যায়, সুপ্রিয়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তার প্রেমিক।

ভিডিওর পিছনে হিরন্ময়কে বলতে শোনা যায়, “এই দেখুন, এই হচ্ছে আমার স্ত্রী সুপ্রিয়া সমাদ্দার। আমি নিজে দাঁড়িয়ে থেকে তার প্রেমিক টোটন কুন্ডুর সঙ্গে ওর বিয়ে দিলাম। আজ থেকে সুপ্রিয়া টোটন কুন্ডুর স্ত্রী হলো।” হিরন্ময়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তার ও সুপ্রিয়ার দুই সন্তান আছে। তাদের মধ্যে একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। স্ত্রীর বিয়ের বিষয়টি তখনই নিশ্চিত করেন ওই সিভিক ভলেন্টিয়ার। আরও আপডেট ও সরকারি স্কিমের তথ্য পেতে আমাদের Tollywood Online নিয়মিত ভিজিট করুন!

অবশ্যই দেখবেন: তীব্র গরমে সরকারের বড় ঘোষণা! পুরনো AC দিলেই মিলবে ৫-স্টার নতুন AC, থাকছে বিশাল ছাড় ও বিদ্যুৎ বিলে রিবেট!