লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

WB HS 2025: উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের নমনীয় হওয়ার নির্দেশ শিক্ষা সংসদের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB HS 2025: শেষ হয়েছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2025)। আর এরপরই উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ে পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ (Liberal) হওয়ার বার্তা দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফে। এবছর শেষবারের মতো পুরোনো সিলেবাসে পরীক্ষা হলো শিক্ষার্থীদের। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হবে।

জানুন, কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে খাতা দেখার ক্ষেত্রে?

মঙ্গলবার শেষ হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার শেষ দিনে পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য একগুচ্ছ নিয়ামবলি প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে। সেখানে উত্তরপত্র মূল্যায়ন, ‘কেজিং’-এ নম্বর তোলা, ‘লুজ় শিট’-এ গরমিল সহ বিভিন্ন বিষয়ে প্রধানশিক্ষকদের অবহিত করা, স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা-সহ একাধিক বিষয়ে নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, উল্লেখ করা হয়েছে, সমস্ত বিষয়ের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের রক্ষণশীল হলে চলবে না অর্থাৎ পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে উদার মনোভাব রাখতে হবে। যে সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষার্থীরা যথাযথ ভাবে দিতে সক্ষম গিয়েছে, সেসব ক্ষেত্রে তাদের পূর্ণমান বা ‘ফুল মার্কস’ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

চলতি বছর ইংরেজি পরীক্ষার প্রশ্নে বেশ কিছু ভুলভ্রান্তির অভিযোগ উঠেছিল পড়ুয়াদের দিক থেকে। ‘তাজমহল’-এর বানান ভুল থেকে ‘গ্রামার’-এর ‘ফিগার অফ স্পিচ’-সহ বেশ কিছু প্রশ্নে বিভ্রান্তি দেখা দিয়েছিল। সে সব প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে।

উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ‘ফিগার অফ স্পিচ’ থেকে প্রশ্ন এসেছ। যদিও এই ‘টপিক’টি উচ্চ মাধ্যমিক স্তরের ইংরেজি-তে পড়ানো হয় না অর্থাৎ এই প্রশ্নটি সিলেবাস বহির্ভূত। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যে কোনও উত্তর দিলে ফুল মার্কস দিতে হবে পরীক্ষকদের। অন্য একটি প্রশ্নে ‘তাজমহল’-কে ‘তাজমজল’ লেখা হয়, সেই প্রশ্নের উত্তর দিলেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা সংসদের তরফে। এ ছাড়া, ‘গ্রামার’-এর অংশে শিক্ষা সংসদের তরফে যে উত্তরগুলি সঠিক বলে উল্লেখ করে পরীক্ষক বা নিরীক্ষকদের পাঠানো হয়েছে, তার বাইরে কোনও উত্তর যদি সঠিক বলে মনে করেন শিক্ষকরা, সে ক্ষেত্রেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে।

এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “এ বছর যে হেতু পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা তাই কাউন্সিল হয়তো একটু উদার হয়ে খাতা দেখতে বলেছে। কিন্তু বেশ কিছু প্রশ্নে ভুল থেকে গেছে, বিশেষ করে ইংরেজি-র ক্ষেত্রে। কিছু প্রশ্নের উত্তর আবার একাধিক হবে। আমাদের জিজ্ঞাসা, এই ধরনের প্রশ্ন কেন দেওয়া হবে, যা নিয়ে বিভ্রান্তি ছড়াবে।”

আরও পড়ুন। PM Surya Ghar Muft Bijli Yojana: টাকা খরচ করে নয় বরং ফ্রিতে মিলবে বিদ্যুৎ, নতুন প্রকল্প উদ্বোধন করলো কেন্দ্রীয় সরকার !!

About Author