Esplanade-Sealdah Metro: জোর কদমে চলছে কাজ। এর মধ্যে আংশিক ভাবে কাজ শুরু হলেও এসপ্ল্যানেড ও শিয়ালদহের মাঝে লাইন জোড়া সম্ভব হয়নি। যাত্রীরাও অপেক্ষায় রয়েছেন কবে এই লাইনে চালু হবে মেট্রো চলাচল। এবার এই বিষয়ে বড় আপডেট দিলো কলকাতা মেট্রো। জানানো হলো ট্রায়াল রান এবং মেট্রো চলার দিন। জানুন!
জানা যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো চলাচল ইতিমধ্যেই চালু হয়েছে। শুধু মাত্র মাঝের দুই কিলোমিটার রাস্তার কাজ এখনও চলছে। বিশেষত বউবাজারের কাছের ২০০ মিটার লাইন জোড়ার কাজ করতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারদের। এদিন কাজ পরিদর্শনে এসেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
তিনিই পরিদর্শনের পর জানান আসন্ন ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে কাজ। এই জন্য KMRC এমডি মেট্রো কর্তৃপক্ষকে ইতিমধ্যেই একশন প্ল্যান তৈরির উপদেশ দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে দিনক্ষণ। তার থেকেই জানা যাচ্ছে আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট লাইনে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ শেষ হবে।
এরপর ২৫ শে ডিসেম্বর হবে ট্রলি ইন্সপেকশন। সিভিলের কাজ শেষ হলেই ৪ঠা জানুয়ারির মধ্যে শেষ করা হবে ওয়েস্ট লাইনের কাজ। আবার ৭ই জানুয়ারি ওই লাইনে ট্রলি ইন্সপেকশন হবে। এরপরই শুরু হবে ইলেকট্রিকালের কাজ যা ৩১শে জানুয়ারির মধ্যে শেষ করা হবে।
এরপর করা হবে সিগনালিংয়ের কাজ যা ১৫ই মার্চের মধ্যে শেষ করার কথা ভাবা হয়েছে। এরপর CRS ইনস্পেকশনের মাধ্যমে মেট্রোর কাজ শেষ করা হবে। আর এই জন্যই ১২ই নভেম্বর থেকে বন্ধ রয়েছে শিয়ালদা সেক্টর ৫ মেট্রো পরিষেবা। ইঞ্জিনিয়াররা জানান এসপ্লানেড থেকে মহাকরণ পর্যন্ত দুটি রেকে মেট্রো চলছে। যার জন্য টানেলের সমস্ত স্টিলের স্ট্রাকচার সরাতে হয়। যার জন্য কাজে দেরি হচ্ছে বলে জানান তারা। তাই মেট্রো বাতিল করে এক টানা কাজের সময় নিয়ে দ্রুত কাজ শেষের পথে হাঁটছে মেট্রো।
আরও পড়ুন: Ajker Rashifal 15 November: মা লক্ষ্মীর আশীর্বাদে কপাল বদলে যাবে এই রশিদের, জানুন আজকের রাশিফল