Long Weekend: সারাবছর অফিসের ব্যস্ততা, স্কুল-কলেজের ক্লাস, পরীক্ষার চাপ—সবকিছুই যেন একঘেয়ে হয়ে যায়! একটা লম্বা ছুটি পেলে অনেকেই পরিবার নিয়ে কোথাও বেরিয়ে পড়তে চান। আর সেই সুযোগ এনে দিচ্ছে ২০২৫ সালের মার্চ মাসের শেষের দিকের ছুটির তালিকা (Holiday List)। শুধু সরকারি কর্মচারীরা নয়, স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামী মানুষরাও এই ছুটির সুবিধা নিতে পারেন। আপনি কি আগে থেকে ট্রিপের পরিকল্পনা করে রেখেছেন? তাহলে এই ছুটির সুযোগ হাতছাড়া করবেন না!
মার্চের শেষে মিলতে পারে ৬ দিনের ছুটি!
আপনি কি জানেন, একটু কৌশলী পরিকল্পনা করলেই আপনি টানা ৬ দিন ছুটি (Long Weekend) উপভোগ করতে পারেন? সাধারণত লম্বা উইকএন্ডের (Long Weekend) সুযোগ খুব কমই পাওয়া যায়, কিন্তু এই বছর মার্চ মাসে সরকারি ছুটি এবং উইকএন্ডের সংযোগে এমন একটা দুর্দান্ত সুযোগ এসেছে। যাঁরা ব্যস্ততার মাঝে কিছুটা অবসর চান, তাঁদের জন্য এটি একেবারে স্বপ্নের মতো!
এই মাসে একাধিক গুরুত্বপূর্ণ Government Holiday রয়েছে। তবে যদি আপনি ২৮শে মার্চ (March 28, Friday) একদিন অতিরিক্ত ছুটি নিতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে টানা ৬ দিনের লম্বা ছুটি!
কেমন হবে সেই তালিকা?
২৭শে মার্চ (March 27, Thursday): হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (Official Holiday)
২৮শে মার্চ (March 28, Friday): ব্যক্তিগত ছুটি নিন (Optional Leave)
২৯শে মার্চ (March 29, Saturday): শনিবার (Weekend)
৩০শে মার্চ (March 30, Sunday): রবিবার (Weekend)
৩১শে মার্চ (March 31, Monday): ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr) – Government Holiday
১লা এপ্রিল (April 1, Tuesday): ইদ-উল-ফিতরের পরের দিন (State Holiday)
কী কী বন্ধ থাকবে, কোথায় মিলবে ছুটির সুবিধা?
এই ছুটির ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যাঁরা সরকারি চাকরিতে আছেন বা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, তাঁরা নিশ্চিতভাবেই এই লম্বা ছুটির সুযোগ পাবেন। কী কী বন্ধ থাকবে?
সরকারি অফিস (Government Offices)
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় (Schools, Colleges, Universities)
ব্যাঙ্ক (Banks) – নির্দিষ্ট রাজ্য অনুযায়ী
শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutions)
বিভিন্ন পৌর সংস্থা ও সরকারি সংস্থা (Municipal and Government Agencies)
ছুটি কাজে লাগান, ঘুরতে যান কিংবা বিশ্রাম নিন!
এবার প্রশ্ন হল, এই ছুটির সময় কী করবেন? অনেকেই এই লম্বা উইকএন্ডে (Long Weekend) ট্রিপ প্ল্যান (Travel Plan) করছেন। পাহাড়ে ছুটি কাটাতে চাইলে দার্জিলিং, সিকিম বা উত্তরাখণ্ড যেতে পারেন। আবার যারা সমুদ্র ভালোবাসেন, তাঁরা যেতে পারেন দীঘা, পুরী বা গোয়া। আর যদি বাড়িতেই থাকতে চান, তাহলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এটাই সেরা সুযোগ। আপনার হাতে যখন লম্বা ছুটি, তখন একে কাজে লাগিয়ে রিফ্রেশ হয়ে নিন!