লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Electricity Bill: চুপিসারে বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম! জল্পনার মধ্যেই মুখ খুললেন WBSEDCL

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Electricity Bill WBSEDCL: বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়াতে কোনো বিষয় নিয়ে কয়েক মিনিটের মধ্যে তোলপাড় হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, তেমনই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটি পোস্ট। যেখানে দাবি করা হয়েছে, চুপিসারে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জনমানুষ এমনিতেই তীব্র দাবদহে ভুগছে তার উপর লোডশেডিংয়ে জনজীবন একেবারে বিধস্ত, এরই মধ্যে ভাইরাল পোস্ট ঘিরে স্বভাবতই বেড়েছে ক্ষোভ, বেড়েছে উদ্বেগ। এবার এই ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)

Electricity Bill Will Not Rise Said WBSEDCL: 

তাপপ্রবাহ, দাবদাহে নাজেহাল জনজীবন। তার উপর আবার ঘণ্টার পর ঘণ্টা থাকছে না কারেন্ট। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ছে বিদ্যুৎ দফতরের ঘাড়েই। সম্প্রতি কলকাতা পুরনিগমের এক বৈঠকেও কলকাতার কাউন্সিলরা এই দীর্ঘ সময় কারেন্ট না থাকা নিয়ে ক্ষোভও জানান মেয়রের সামনে। এরইমধ্যে আবার ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

পোস্টটিতে লেখা হয়েছিল, ‘যার যা কারেন্টের বিল আসত, এবার থেকে সবার মোটামুটি ডবল হয়ে যাবে। বদল হয়ে গেলো বিদ্যুতের ট্যারিফ প্ল্যান।’ আবার ইউনিট প্রতি বিদ্যুতের ‘পুরনো দাম’ ও ‘নতুন দাম’-এর একটি চার্টও শেয়ার করা হয়েছে। এ নিয়ে জোর চর্চাও হচ্ছে বিভিন্ন মহলে। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে ডিস্ট্রিবিউশন ডিরেক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় এক বিবৃতি জারি করেন। সেখানে এই মূল্যবৃদ্ধির বিষয়টি একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন। জানানো হয়েছে, ‘WBSEDCL-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানিং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য।’

আরও পড়ুন: Anirban Bhattacharya’s Divorce: ‘অনির্বাণদাকে বিয়ের পর থেকেই অভিশাপ কুড়াচ্ছি’…. ডিভোর্স নিয়ে প্রথম মুখ খুললেন মধুরিমা গোস্বামী

একইসঙ্গে দাবি করা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। কমিশন গত ৬ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য WBSEDCL এর Tariff Order মঞ্জুর করেছে। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনও মাশুলই বৃদ্ধি হয়নি।’ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা পরামর্শ দিয়েছেন ‘অপপ্রচারে গুরুত্ব না দিয়ে প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন। গ্রাহকদের আবারও জানানো হচ্ছে কোনওরকম অসত্য প্রচারে বিভ্রান্ত হবেন না, বিদ্যুতের মাশুল একই আছে।’

WhatsApp Group Join Now
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।