লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Electric Price Hike: ৪৪-১০০% বিদ্যুতের দাম বাড়বে রাজ্যে! কত টাকা খসবে সাধারণ মানুষের! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Electric Price Hike: এইবার বিদ্যুৎ সংযোগ স্থাপন আরও মহার্ঘ্য হয়ে উঠবে। আগামী দিনে বিদ্যুৎ লাইন স্থাপন থেকে শুরু করে ট্রান্সফরমার প্রতিস্থাপনের মতো পরিষেবা আরও দামী হতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের পাওয়ার কর্পোরেশনের তরফে রেগুলেটরি কমিশনে একটি প্রস্তাব জারি করা হয়েছে। নতুন প্রস্তাবনা অনুমোদিত হলে গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার হার বৃদ্ধি পাবে ৪৪%। এছাড়া শিল্পাঞ্চলে কারখানার প্রয়োজনে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার খরচ ৫০-১০০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে!

ট্রান্সফরমার, মিটার ও খুঁটির মতো বিদ্যুতে প্রয়োজনীয় পণ্যের দামও খুব শীঘ্রই বৃদ্ধি পেতে চলেছে। পাওয়ার করপোরেশনের পেশ করা প্রস্তাবে ভোগ্যপণ্যর দাম বৃদ্ধির সঙ্গে শিল্প এবং বড় গ্রাহকদের নিরাপত্তার পরিমাণও শতভাগের বেশি বাড়ানোর প্রস্তাব জারি করা হয়েছে। এতদিন পর্যন্ত ২ কিলোওয়াট শ্রম এবং ওভারহেডের চার্জ ছিল ১৫০ টাকা। এবার তা বাড়িয়ে করা হবে ৫৬৪ টাকা। ২০১৯ সাল থেকে সেভাবে দামের কোনো পরিবর্তন হয়নি। তাই এইবার সেখানে বড় পরিবর্তন আনা হতে পারে। পণ্যের বর্তমান দাম এবং দাম বাড়ার পর যা হবে সেই সম্পর্কে নীচের তালিকায় বিস্তারিত জানানো হলো।

  • 25 kVa ট্রান্সফরমার 56780 টাকা–69006 টাকা–22%
  • সিঙ্গল ফেজ মিটার 872 টাকা–912 টাকা–৫%
  • 3 ফেজ মিটার 2921 টাকা–2285 টাকা–19%
  • পিসিসি পোল 2721 টাকা–3243 টাকা–19%

নতুন সংযোগে প্রসেসিং ফি বাড়ানোর প্রস্তাব অনুযায়ী প্রসেসিং ফি বর্তমান দাম ও পরিবর্তিত দাম রইল নীচের তালিকায়।

শুধুমাত্র 1kW লাইফলাইন
10 টাকা
10 টাকা

WhatsApp Group Join Now

1 কিলোওয়াট লাইফলাইনের থেকে বেশি
50 টাকা
100 টাকা

1 KW থেকে বেশি কিন্তু 25 KW থেকে কম
100 টাকা
100 টাকা

25 কিলোওয়াট থেকে 50 কিলোওয়াট
1000 টাকা
5000 টাকা

56 কেভিএ থেকে 500 কেভিএ
5000 টাকা
10000 টাকা

500 KVA থেকে 3000 KVA
10000 টাকা
15000 টাকা

3000 KVA থেকে 10000 KVA
15000 টাকা
25000 টাকা

10000 KVA এর উপরে
25000 টাকা
50000 টাকা

উল্লেখ্য, এই পরিবর্তন প্রযোজ্য উত্তরপ্রদেশের ক্ষেত্রে। সেখানে নতুন করে বিদ্যুত সংযোগ নিলে দাম বৃদ্ধি পেতে পারে তবে পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন: Morning School: পশ্চিমবঙ্গে মর্নিং স্কুল শুরু হবে কি? অভিভাবক মহলে জল্পনা শুরু

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।