লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Elaichi Cultivation: বাড়ির টবে চাষ করুন সুগন্ধি মশলা এলাচ, হবে বাম্পার ফলন! শিখে নিন পদ্ধতি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Elaichi Cultivation: ছোট গাছ চাষ করতে অনেকেই পছন্দ করেন।এমন অনেক মানুষ রয়েছেন যারা বাড়ির ভেতর ছোটখাটো কাজে লাগাতে পছন্দ করেন। আপনাদের এমন একটি গাছের কথা বলব একদিকে বাড়ির সৌন্দর্য্যও বাড়াবে অন্যদিকে আপনার কাজেও লাগবে।

বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে আমরা যে গাছের কথা বলতে যাচ্ছি সেটি হল এলাচ গাছ। যেকোনো সুস্বাদু খাবারের সুগন্ধি বাড়াতে এলাচ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মুখশুদ্ধি হিসেবেও এলাচ এর ব্যবহার রয়েছে। তাই আপনি চাইলে এলাচ গাছ (Elaichi Cultivation) লাগাতে পারেন।

এলাচের বীজ আপনি বাজার থেকেও কিনতে পারেন অথবা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন। এলাচ গাছ খুব একটা বড় হয় না। তাই কাছাকাছি কোন দোকান থেকে এলাচ বীজ কিনে নে লাগিয়ে ফেলুন। কিন্তু শুধু লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে হবে না। বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

এলাচ গাছের (Elaichi Cultivation) বীজ একটি বায়ুরোধী কোন পাত্রে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর ঐ পাত্রে কালো ও লাল মাটি মিশিয়ে রাখুন অথবা এর পরিবর্তে আপনি গোবর বা কোকোপিট ব্যবহার করতে পারেন। আপনাকে এই বিষয় মাথায় রাখতে হবে যে মাটিতে যেন কোনো পোকামাকড় না থাকে। পোকামাকড় থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে।

WhatsApp Group Join Now
Elaichi Cultivation
Elaichi Cultivation

সেই মাটিতে সামান্য সামান্য জল দিন, দেখবেন ৫/৬ দিনের মাথায় বীজ অঙ্কুরিত হওয়া শুরু করে দেবে। তবে বীজ অঙ্কুরিত হওয়া না পর্যন্ত ভালোভাবে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তারপর 20,25 দিনের মাথায় দেখবেন গাছ ধীরে বড় হতে শুরু করেছে। তাহলে আর সময় নষ্ট না করে আজই এলাচ বীজ কিনে নে লাগিয়ে দিন বাড়িতে ।

আরও পড়ুন: Potato Cultivation: লাগবে না জমি, টবেই হবে আলু চাষ! শিখে নিন পদ্ধতি

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment