Ekchokho.com 🇮🇳

e-Shram Card: আবেদন করলেই পাওয়া যাবে ৩০০০ টাকা পেনশন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সম্পর্কে জানেন তো?

Published on:

e-Shram Card: আবেদন করলেই পাওয়া যাবে ৩০০০ টাকা পেনশন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সম্পর্কে জানেন তো?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতে বাস করলেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প সম্পর্কে অনেকেই অবগত নন। এরকমই একটি প্রকল্প হলো ই শ্রম (e-Shram Card)। এই কার্ড থাকলে হবেন মালামাল। ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্য এই কার্ড চালু করে ভারতীয় কেন্দ্র সরকার। এখনও পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছে ২০ কোটির বেশি মানুষ। এই সব মানুষ পেনশন থেকে শুরু করে দুর্ঘটনা বীমার মতো একাধিক সুবিধা পেয়ে আসছেন। তবে অনেকেই রয়েছেন যারা এখনো এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। আজ তাদের জন্যই বিশদে সব কিছু বর্ণনা করা হলো।

চলুন জেনে নেওয়া যাক এর আবেদন পদ্ধতি। ই শ্রম কার্ড (e-Shram Card) আসলে কি? দেশের অসংগঠিত শ্রমিক অর্থাৎ যাদের নির্দিষ্ট আয়ের উৎস নেই, মূলত দিন মজুরি করে দিন কাটে তাদের জন্যই এই প্রকল্পের কথা ভাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় কেন্দ্রীয় সরকার। এই কার্ড আসলে ভারতীয় শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত। এর কার্ডের গ্রাহকরা দূর্ঘটনা কালীন আর্থিক সহায়তা পান। এছাড়াও বৃদ্ধ বয়সে মাসিক পেনশন পাওয়ার সুব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। এই ই শ্রম কার্ডের (e-Shram Card) উদ্দেশ্য: ভারতীয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের পিছিয়ে থাকা অসংগঠিত শ্রমিকদের এই কার্ডের মাধ্যমে আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করাই এর মূল উদ্দেশ্য।

এছাড়াও সরকারের কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে যাতে এইসবানুষরা জীবনের দৌড়ে এগিয়ে যেতে পারেন সেদিকেই খেয়াল রেখেছে সরকার।

e-Shram Card সুবিধা:

  • ১. সমস্ত ভারতীয় ই শ্রম কার্ড (e-Shram Card) হোল্ডাররা ৬০ বছর বয়সের পর থেকে এই প্রকল্পের আওতায় মাসিক ৩০০০ টাকার পেনশন পাবেন।
  • ২. দুর্ঘটনায় অঙ্গ হানি বা মৃত্যুর ক্ষেত্রেও বড় পরিমাণ অর্থসাহায্য পাবেন। দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অঙ্গ হানি হলে এক লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়।
  • ৩. কেন্দ্রীয় সরকারের এই ই শ্রম (e-Shram Card) প্রকল্পের আওতায় যেসব শ্রমিক মহিলা গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম, সেই সব মহিলাদের ওই সময় আর্থিক সাহায্য প্রদান করা হয়।
  • ৪. এছাড়াও ই শ্রম কার্ড (e-Shram Card) থাকলে শ্রমিক পরিবারের বাড়ি তৈরিতে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
  • ৫. এছাড়াও শ্রমিকদের সন্তানের পড়াশুনোর জন্যও বৃত্তি বা আর্থিক সাহায্য দেওয়া হয়। আবেদনের যোগ্যতা: মূলত আর্থিক ভাবী পিছিয়ে থাকা ভারতীয় নাগরিকরাই এই ই শ্রম (e-Shram Card) প্রকল্পে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। নিম্ন মাসিক আয়ের ব্যক্তিরাই একমাত্র আবেদন করতে পারবেন।

e-Shram Card আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

আবেদন পদ্ধতি: ই স্ট্রম কার্ডের (e-Shram Card) জন্য আবেদন করতে হলে দরকারি ওয়েবসাইট eshram.gov.in এ গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে প্রথম পর্যায়ের লগইন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য এবং বিবরণ দিয়ে আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।