Ekchokho.com 🇮🇳

Duare Sarkar Camp : পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে যোগ করা হলো ৩৭টি নতুন প্রকল্প!

Published on:

Duare Sarkar Camp : পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে যোগ করা হলো ৩৭টি নতুন প্রকল্প!
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে সরকারি সমস্ত প্রকল্প পৌঁছে দিতে এবং জিজ্ঞাস্য সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) কর্মসূচির চালু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্যাম্পে সাধারণ মানুষদের জন্য সমস্ত সিরকারিংক প্রকল্পে নাম নথিভুক্তকরণ এবং ভুল সংশোধনের সুযোগ থাকে। শুরু থেকেই বিনামূল্যে সরকার এই পরিষেবা দিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত ২৪শে জানুয়ারি থেকে চলতি বছরের দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) কর্মসূচির শুরু হয়েছে। যেখানে এবার থেকে একসাথে ৩৭টি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মানুষ। লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা বা বিধবা ভাতার মতো প্রকল্প ছাড়াও পাওয়া যাবে একাধিক প্রকল্পের সুবিধা।

Duare Sarkar Camp বিভিন্ন প্রকল্প নাম নথিভুক্ত করার সুযোগ:

পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যেমন বিদ্যালয়ে বা কোনো সরকারি অফিসে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এর লক্ষ্য রাজ্যের প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত মানুষদের সাহায্য করা। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারেন সেই জন্যই এই অভিনব দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp) আয়োজন করা হয়।

Duare Sarkar Camp নথিভুক্ত গুরুত্বপুর্ণ প্রকল্পের তালিকা:

লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী ও কন্যাশ্রীর মতো হিট প্রকল্প ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যায় এই দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে (Duare Sarkar Camp)। যার মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্য ক্রেডিট কার্ড, রূপশ্রী ইত্যাদি।

এছাড়াও কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান এর নতুন সংযোজন হতে চলেছে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp)। এই নতুন সংযোজনে ক্রয় মূল্যের ৫০-৮০% টাকা দেবে সরকার।

Duare Sarkar Camp দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) কর্মসূচির সময়সীমা:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রতিটি ব্লকের আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পগুলি (Duare Sarkar Camp) ২৪শে জানুয়ারি শুরু হয়েছে। যা পরবর্তী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে। এই সময়সীমার মধ্যে সাধারণ মানুষরা সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং সরকারি আধিকারিকদের সহায়তা পাবেন সরাসরি। ক্যাম্প শেষে সরকার সমস্ত আবেদন পত্র ২৮শে ফেব্রুয়ারির মধ্যে পর্যালোচনা শেষ করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে খবর।