Ekchokho.com 🇮🇳

দীঘায় মন্দির উদ্বোধনের আগে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের! জানুন সময়সূচি

Digha Special Train Timetable: আর অপেক্ষা মাত্র একদিনের। উদ্বোধন হতে চলেছে বহুপ্রতীক্ষিত দিঘার জগন্নাথ মন্দির। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব চলছে সেখানে। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন হবে এই মন্দিরের। ওই দিন ভিড় সামলানোর জন্য সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফে। এমনিতেই বর্তমানে যে কোনো সময়ে দীঘায় পর্যটকদের ভিড় থাকে চোখে ...

Published on:

digha train

Digha Special Train Timetable: আর অপেক্ষা মাত্র একদিনের। উদ্বোধন হতে চলেছে বহুপ্রতীক্ষিত দিঘার জগন্নাথ মন্দির। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব চলছে সেখানে। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন হবে এই মন্দিরের। ওই দিন ভিড় সামলানোর জন্য সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফে। এমনিতেই বর্তমানে যে কোনো সময়ে দীঘায় পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবার মন্দির উদ্বোধনের পর সেই ভিড় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। এক্ষেত্রে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দীঘার স্পেশাল ট্রেন (Digha Special Train) চালোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

মন্দির উদ্বোধনের আগে স্পেশাল ট্রেনের ঘোষণা:

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। ২৬শে এপ্রিল থেকে এই ট্রেন পরিষেবা শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ৪ঠা মে পর্যন্ত। ভক্তদের কথা মাথায় রেখে দিঘার উদ্দেশ্যে একগুচ্ছ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। মূলত যাতায়াতের সুবিধা এবং যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন স্টেশন থেকে কটার সময় এই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে নিম্নে তার তালিকা দেওয়া হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দীঘার স্পেশাল ট্রেনের টাইমটেবিল (Digha Special Train Timetable)

স্টেশনছাড়ার সময়দিঘায় পৌঁছানোর সময়
হাওড়া১:১০ PM৫:৩৫ PM
দাসনগর১:১৯ PM৯:২০ PM
রামরাজাতলা১:২৪ PMউল্লেখ নেই
উলুবেড়িয়া২:০৩ PMউল্লেখ নেই
বাগনান২:১৭ PMউল্লেখ নেই
তমলুক৩:১৯ PM৭:১০ PM

বন্ধ থাকবে রাস্তা, গাড়ি প্রবেশেও জারি নিষেধাজ্ঞা:

মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২৯ ও ৩০ শে এপ্রিল দিঘা শহরে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সময় বাইপাস দিয়ে গাড়ি চলাচল করবে। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রশাসনের তরফে হোটেল থেকে শুরু করে দোকানগুলিকে আলো দিয়ে সাজিয়ে তুলতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০ একর জমিতে পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দিঘার নতুন জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন মহাযজ্ঞের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আগামী দিনে এই মন্দির দিঘার পর্যটনকে যেমন বৃদ্ধি করবে তেমন বাঙালির প্রিয় নতুন তীর্থস্থানও হয়ে উঠবে বলে আশা রাখা যায়।

দিঘার নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন: FAQ

১. কবে দিঘার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে?

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে ২৯ ও ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনে মহাযজ্ঞের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হবে।

২. মন্দির উদ্বোধনের জন্য বিশেষ কোনো ট্রেনের ব্যবস্থা আছে কি?

হ্যাঁ, ২৬শে এপ্রিল থেকে ৪ঠা মে পর্যন্ত দিঘার উদ্দেশ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো হবে।

৩. মন্দির উদ্বোধনের দিনে দিঘায় যান চলাচলে কোনো নিয়ম আছে কি?

হ্যাঁ, ২৯ ও ৩০ এপ্রিল দিঘা শহরে গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। বাইপাস রাস্তায় যান চলাচল করা হবে।

৪. নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে?

প্রশাসন নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়া, হোটেল এবং দোকানগুলোকে আলো দিয়ে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৫. নতুন জগন্নাথ মন্দিরটি কেমন?

দিঘার জগন্নাথ মন্দিরটি ২০ একর জমির উপর, পুরীর মন্দিরের আদলে নির্মিত হয়েছে। এটি ভবিষ্যতে দিঘার পর্যটন বাড়াবে এবং বাঙালির প্রিয় নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।  

অবশ্যই দেখবেন: Kalighat SkyWalk: কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করলেন মমতা! কোথায় মিলবে ডালার দোকান, কোন পথে ঢুকবেন মন্দিরে?

ভারতে ১ লাখ টাকার মধ্যে সেরা ১০টি জনপ্রিয় বাইক: বাজেটের মধ্যে সেরা পছন্দগুলি বেটা মাছ পুষছেন? বাড়ির অ্যাকোয়ারিয়ামের জন্য জেনে নিন ১০টি জরুরি টিপস! দিশা পটানীর দিদি খুশবু: সেনা অফিসার থেকে সমাজসেবী, জীবনের অজানা কাহিনি গরমে জবা ফুল ফোটানোর ৫টি কার্যকরী টিপস ২০২৫ সালের শীর্ষ ১০ ক্রিপ্টোকারেন্সি: বিনিয়োগের আগে জেনে নিন ক্রিপ্টোকারেন্সি শীর্ষে কারা রয়েছে!
ভারতে ১ লাখ টাকার মধ্যে সেরা ১০টি জনপ্রিয় বাইক: বাজেটের মধ্যে সেরা পছন্দগুলি বেটা মাছ পুষছেন? বাড়ির অ্যাকোয়ারিয়ামের জন্য জেনে নিন ১০টি জরুরি টিপস! দিশা পটানীর দিদি খুশবু: সেনা অফিসার থেকে সমাজসেবী, জীবনের অজানা কাহিনি গরমে জবা ফুল ফোটানোর ৫টি কার্যকরী টিপস ২০২৫ সালের শীর্ষ ১০ ক্রিপ্টোকারেন্সি: বিনিয়োগের আগে জেনে নিন ক্রিপ্টোকারেন্সি শীর্ষে কারা রয়েছে!