Special Local Train: বাড়ছে তাপমাত্রা, বাড়ছে ক্লান্তি। অফিস বা পড়াশোনার ব্যস্ততায় সপ্তাহান্তে কোথাও একটু হাওয়া বদল যেন এখন একান্ত প্রয়োজন। বিশেষ করে যাঁরা খুব বেশি খরচ না করে সমুদ্রের ধারে সময় কাটাতে চান, তাঁদের তালিকায় প্রথমেই উঠে আসে দীঘা (Digha)। তবে দীঘার দিকে পা বাড়ানো মানেই এতদিন ছিল গাড়ির লম্বা ভ্রমণ বা বাসের ভিড়ের চাপ। কিন্তু এ বার সেই চেনা দৃশ্য কিছুটা বদলাতে চলেছে।
কম খরচে আরামদায়ক সফরের সুযোগ (Affordable Travel Option)
সমুদ্রের ডাকে সাড়া দিতে গেলে যেন এবার সময় আর অর্থ দুটোই সাশ্রয় করা সম্ভব হবে। কারণ একেবারে মাত্র ৩০ টাকার (30 Taka) বিনিময়ে পৌঁছে যাওয়া যাবে দীঘার সৈকতে। ভাবছেন কীভাবে? এ খবর শুনে অনেকেই চমকে উঠলেও, বাস্তবে এই স্বপ্নের সফর এখন সত্যি হতে চলেছে একজোড়া স্পেশাল লোকাল ট্রেনের (Special Local Train) সৌজন্যে। তবে ট্রেন কবে থেকে চালু হবে, কোথা থেকে ছাড়বে কিংবা কখন পৌঁছবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক এর পেছনের ভাবনা।
পর্যটকের সুবিধার জন্য রেলের বিশেষ পদক্ষেপ (Indian Railway Special Train for Tourists)
দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত ট্রেন পরিষেবার অভাবে দীঘাগামী যাত্রীদের ভোগান্তি হচ্ছিল। বাংলা নববর্ষ (Bengali New Year) ও দীঘার নতুন জগন্নাথ মন্দির (New Jagannath Temple in Digha) উদ্বোধনের সময় ভিড়ের সম্ভাবনা মাথায় রেখেই সাউথ ইস্টার্ন রেলওয়ে (South Eastern Railway) এই জোড়া স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, পাঁশকুড়া (Panskura) থেকে দীঘা পর্যন্ত এই ট্রেন চলবে, যা পর্যটকদের জন্য দারুণ এক স্বস্তির খবর। তবে এই পরিষেবা স্থায়ী নয়—যাত্রীদের জন্য এই সুযোগ মিলবে মাত্র কয়েক সপ্তাহের জন্যই।
এক নজরে সময়সূচী ও ভাড়ার তথ্য (Train Timing and Fare Details)
এই স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে ৯ই এপ্রিল (9th April) থেকে এবং এটি চলবে ৮ই জুন (8th June) পর্যন্ত। ট্রেনটি পাঁশকুড়া থেকে ছাড়বে সকাল ১১টা (11 AM) এবং দীঘা পৌঁছাবে দুপুর ১:৫০-এ (1:50 PM)। আবার দীঘা থেকে ছাড়বে দুপুর ২:৫০ (2:50 PM) মিনিটে ও পৌঁছাবে বিকেল ৫:৩৫ (5:35 PM) টায়। এই ট্রেনে ভাড়া মাত্র ৩০ টাকা (30 Taka), এবং স্টেশন প্রতি ভাড়া সর্বনিম্ন ১০ টাকা (10 Taka)। এমন কম দামে, আরামদায়ক ভ্রমণ সত্যিই নজর কাড়ছে পর্যটকদের।
সংগঠনের উদ্যোগে বাস্তবায়িত এই বিশেষ ট্রেন (Special Train Backed by Passenger Association)
সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (South Eastern Railway Passengers Welfare Association) সাধারণ সম্পাদক সরোজ ঘড়া জানিয়েছেন, যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা খুশি। সাংসদ সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে রেল কর্তৃপক্ষ এই ট্রেন চালু করেছে। দীঘায় বেড়াতে যাওয়া অনেক বেশি সহজ ও সাশ্রয়ী হওয়ায় এই গ্রীষ্মে পর্যটকদের মধ্যে দীঘার জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাই ছুটি কাটাতে চাইলে এখনই পরিকল্পনা করুন, কারণ এই ট্রেন পরিষেবা থাকছে শুধুমাত্র ৮ই জুন পর্যন্ত।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |