লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Dev: ‘কন্যাশ্রী রূপশ্রী অর্থহীন!’ আরজি কর ঘটনার প্রতিবাদে বিস্ফোরক মন্তব্য করলেন দেব

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Dev : আরজিকর কাণ্ডে গত ১ মাস ধরে পথে নেমেছে সাধারণ জনতা থেকে শুরু করে টলিউডের শিল্পীরা। দফায় দফায় মিছিল, সমাবেশ হচ্ছে, বিচারের দাবি চেয়ে প্রতিদিন গলা ফাটাচ্ছেন প্রত্যেকে। আরজিকরে চিকিৎসকের প্রতি হওয়া অন্যায়ের বিচার চেয়ে এবং নারীদের সুরক্ষার দাবিতেই মূলত এই প্রথমে ছিল। প্রতিদিনই দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হচ্ছে সেখানে যোগ দিচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রেটিরা। কিছুদিন হল প্রতিবাদে শামিল হয়েছেন অভিনেতা দেবও। সম্প্রতি তারই বলা কিছু কথা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

গতকাল আর্টিস্ট ফোরামের সমাবেশে হাজির ছিলেন দেব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা জানান, ‘ঘটনাটা খুবই দুঃখজনক ও নিন্দনীয় ,তীব্র প্রতিবাদ জানানো উচিত। ভবিষ্যতে কারো নাম যেন তিলোত্তমা না রাখতে হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত। তবে সেক্ষেত্রে সবাইকে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। অথচ দেখা যাচ্ছে এমন সময় রাজনৈতিক দলগুলি একেঅপরকে দোষারোপ করে চলেছে। কখনো অসমের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। তো কখনো আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন। এই ধরণের ঘটনা আমাদের রাজ্য বা অন্য কোনো রাজ্য নয় বরং গোটা দেশের ইস্যু।’

এদিন রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য শুরু করা বিভিন্ন প্রকল্পের কোথাও তোলেন তিনি। দেব বলেন, ‘কন্যাশ্রী, রূপশ্রী থেকে বেটি বাঁচাও এই সমস্ত প্রকল্পের কোনো মানেই হয় না যদি আমার এদেশের মেয়েদের বাঁচাতেই না পারি। আমার মতে, কেন্দ্রীয় সরকরের সমস্ত দলকে একসাথে করে বৈঠক ডাকা দরকার। সমস তরাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে কিভাবে এমন ঘটনা আটকানো যাবে ও অপরাধীদের শাস্তি দেওয়া হবে সেই বিষয় নিয়ে দেবে দেখা প্রয়োজন।’

আন্দোলন সম্পর্কে আরও বলেন দেব ‘সাধারণ মানুষের এই শান্তিপূর্ণ আন্দলোকে পূর্ণ সমর্থন। তবে বাংলায় সরকারকে ফেলে দেয়া বা অস্বস্তিতে ফেলার সময় এটা নয়। এই শান্তিপূর্ণ আন্দলোনকে এমনভাবে দেখতে চাই যে আগামী ১০০ বছর যেন ভারতের মানুষ মন রাখবে। তাছাড়া এই আন্দোলনের মাধ্যমেই সকলে মনে রাখবে যে ধর্ষণ-বিরোধী আইন তৈরী হয়েছে। আর কোনো মহিলাকে এমন ঘটনার সম্মুখীন হতে না হয়। তখনই এই আন্দোলন ও আন্দোলনকারীদের জয় হবে।’

WhatsApp Group Join Now

আরও পড়ুন: BSNL Recharge Plan: মাত্র ৩ টাকার বিনিময়ে পান ডেটা, আনলিমিটেড কল ও SMS, বাজারে নতুন সাশ্রয়ী প্ল্যান নিয়ে হাজির হলো BSNL

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।