লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Deepika-Ranveer: গণেশ চতুর্থীর পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হল দীপিকা কে, দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলো সেই শুভক্ষণ

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Deepika-Ranveer : দীর্ঘ অপেক্ষার পর এসে পড়লো সেই শুভ মুহূর্ত। গত ৭ই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। সেই শুভ মুহূর্তেই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা পাড়ুকোন। খুব শীঘ্রই এবার কোলে আসতে চলেছে তাদের পরিবারের নতুন সদস্য। গণেশ পূজার ঠিক আগের দিনই শুক্রবারই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন হবু বাবা-মা রণবীর-দীপিকা

সে সময় মন্দির চত্ত্বরে অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকাকে আগলে আগলে রাখতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। তারপরেই দীপিকা কে ভর্তি হতে হলো হাসপাতালে। শোনা গিয়েছিল, সেপ্টেম্বরেই আসছে দীপিকা-রণবীরের সন্তান। শুরুতে শোনা যায়, ২৮ সেপ্টেম্বর মা হওয়ার কথা দীপিকা। তবে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রীকে। এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন কেমন রয়েছেন দীপিকা? তাহলে কি শুভ সময় চলে এল? আর কয়েক দিনের মধ্যেই কি আসতে চলেছে নতুন সদস্য?

শুক্রবার সবুজ ট্রাডিশনাল শাড়িতে সিদ্ধি বিনায়ক দর্শনে পৌঁছেছিলেন দীপিকা পাড়ুকোন। আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন বেবি বাম্প। অন্যদিকে রণবীর সিংকে দেখা গিয়েছিলে সাদা পাঞ্জাবিতে। দীপবীর দুজনের গায়েই ছিল হলুদ রঙের গণেশ বন্দনা করা উত্তরীয় জড়ানো। তবে শুধু সিদ্ধি-বিনায়ক মন্দিরেই নয়, ওইদিন মাউন্ট মেরি চার্চেও যান তারকা দম্পতি। দীপিকার গর্ভবতী হওয়ার খবর যখন সামনে এসেছিল তখন নানান জল্পনা তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে।

WhatsApp Group Join Now

অনেকেই দাবি করেছিলেন অভিনেত্রী গর্ভবতী নন। কারণ গর্ভবতী হওয়ার তিন চার মাস দীপিকার বেবী বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে সবাইকে মিথ্যে প্রমাণ করে কয়েক মাস বাদেই দীপিকার বেবী বাম্প স্পষ্ট দেখা গিয়েছিল। কয়েকদিন আগে বেবী বাম্প নিয়ে ফটোশুটও সেরেছেন দীপিকা।

প্রসঙ্গত পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’ ছবির সেটেই কাছাকাছি আসতে শুরু করেছিলেন রণবীর-দীপিকা। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বসেছিল তাঁদের ব্যক্তিগত বিয়ের আসর। তারপর কাটছিল তাদের সুখী দাম্পত্য জীবন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দম্পতি।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ রবিবার ৮ই সেপ্টেম্বর আপনার ভাগ্যে কি রয়েছে জানেন? কি বললেন জ্যোতির্বিজ্ঞানীরা? জেনে নিন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।